shono
Advertisement
DVC

দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কীভাবে?

আবেদনের শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 02:50 PM May 01, 2025Updated: 02:50 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ইঞ্জিনিয়ারিং পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ-৬৭

১. ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল-ইরেকশন)-১৫
২. ডেপুটি ম্যানেজার (সিভিল-কনস্ট্রাকশন)-১৫
৩.ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল-ইরেকশন)-১০
৪. ডেপুটি ম্যানেজার (C & I-ইরেকশন)-১০
৫. ডেপুটি ম্যানেজার (সেফটি)-১০
৬. ডেপুটি ম্যানেজার (এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট)-৭

শিক্ষাগত যোগ্যতা

ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল-ইরেকশন)- মেকানিক্য়াল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।

ডেপুটি ম্যানেজার (সিভিল-কনস্ট্রাকশন)- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।

ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল-ইরেকশন)- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই বা বি. টেক পাশ হলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর।

ডেপুটি ম্যানেজার (C & I-ইরেকশন)- ইনস্ট্রিমেন্টেশন/কন্ট্রোল ও ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিকস ও ইনস্ট্রুমেন্টেশনে বি.ই বা বি.টেক পাশ হলেই আবেদন করতে পারবেন।

ডেপুটি ম্যানেজার (সেফটি)- যে কোনও শাখায় বি.ই বা বি.টেক পাশ হতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা পাশের সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।

ডেপুটি ম্যানেজার (এনভারমেন্ট ম্যানেজমেন্ট)- এনভায়রনমেন্টালে বি.ই বা বি.টেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন।

লোকেশন- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড

আবেদনের পদ্ধতি- ডিভিসির ওয়েবসাইট (www.dvc.gov.in)-এ যান। বেছে নিন কেরিয়ার অপশন। যান ডেপুটি ম্যানেজার পোস্টে। এরপর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৩০০ টাকা। তফিশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে না কোনও টাকা।

আবেদনের শেষ তারিখ- ১৫ মে

নিয়োগ পদ্ধতি- পরীক্ষা ও ইন্টারভিউয়েক মাধ্যমে হবে নিয়োগ।

** আবদনের পূর্বে আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েবসাইটে দেখে নিন নিয়োগের বিজ্ঞপ্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর পদে চাকরির সুযোগ।
  • একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)।
Advertisement