সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও আইসার-কলকাতার যৌথ উদ্যোগে আয়োজিত হল এক আন্তর্জাতিক সম্মেলন। জার্মানির আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের অর্থানুকূল্যে এই বিজ্ঞান সম্মেলনটি উলুবেড়িয়ার আমায়া রিসর্টে অনুষ্ঠিত হয়। 'রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাসটেইনেবল এনভায়রনমেন্ট, কেমিক্যাল সিন্থেসিস, অ্যান্ড ক্লিন এনার্জি' নামের এই সম্মেলনটি ৩ দিন ধরে চলে।
১০ থেকে ১২ ডিসেম্বর, ২০২৫ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় সাত বছর পর কলকাতায় এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি ফিরে এল। প্রেসিডেন্সির ড. মলয় দাস কনভেনর এবং আইসার-কলকাতার ড. বিপ্লব মাজি কো-কনভেনর হিসাবে দায়িত্ব পালন করেন।
এই সম্মেলন রাষ্ট্রপুঞ্জের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (SDG) এর সঙ্গে যুক্ত। এর প্রধান লক্ষ্য ছিল পরিবেশগত ঝুঁকি, রাসায়নিক সংশ্লেষণ ও ক্লিন এনার্জি নিয়ে গবেষণা। প্রথম দিনে পরিবেশগত বিপদ ও সনাক্তকরণের ওপর পাঁচটি আলোচনা চলে। হামবোল্ট ফাউন্ডেশনের মিস জুডিথ কোয়েস্টার এবং ডিএএডি-র মিস অনুরূপা দীক্ষিত তাঁদের প্রোগ্রাম নিয়ে সেশন করেন। দ্বিতীয় দিনে জীব ও মানুষের ওপর পরিবেশগত বিপদের প্রভাব নিয়ে ছ'জন বক্তা আলোচনা করেন। জার্মান বিজ্ঞানী প্রফেসর ইয়র্গ-পিটার স্নিটজলার একটি বিশেষ বক্তব্য রাখেন। তৃতীয় দিনে শক্তি নিরাপত্তা ও টেকসই রাসায়নিক সংশ্লেষণ নিয়ে ন'টি বৈজ্ঞানিক আলোচনা হয়। প্রতিদিন তরুণ গবেষকদের জন্য আলাদা শর্ট টক ও পোস্টার সেশন রাখা হয়েছিল। ভারত, নেপাল, বাংলাদেশ ও জার্মানি থেকে মোট ৪৩ জনের বেশি হামবোল্ট ফেলো, চারজন আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষা ফেলো এবং ৩৩ জন তরুণ গবেষক যোগ দেন। জার্মান দূতাবাস, ডিএএডি ও ডিএফজি অফিসের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সফলভাবে এই ইভেন্টটির ব্যবস্থাপনা করেন জিউস স্পোর্টস এন্টারটেইনমেন্ট আর্ট প্রাইভেট লিমিটেড।
