shono
Advertisement
Federal Bank

মাধ্যমিক পাশেই ব্যাঙ্কে চাকরির সুযোগ! আবেদন করুন আজই

আবেদনের শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 05:22 PM Jan 01, 2026Updated: 05:22 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর। মাধ্যমিক পাশেই চাকরি মিলতে পারে ব্যাঙ্কে। ভাবছেন তো কোন ব্যাঙ্ক? নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেডারেল ব্যাঙ্ক। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

Advertisement

সংস্থার নাম- ফেডারেল ব্যাঙ্ক

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (শূন্যপদ এখনও জানা যায়নি। তবে দেশজুড়ে একাধিক রাজ্যে নিয়োগ করা হবে।)

আবেদনকারীর যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে মাইক্রোসফট অফিসের প্রাথমিক ধারণা থাকতে হবে। যারা আবেদন করবেন তাঁদের অবশ্যই ভারতীয় হতে হবে। সেই সঙ্গে যে ব্রাঞ্চের জন্য আবেদন করবেন সেখান থেকে ২০ কিলোমিটারের মধ্যেই বাড়ি হতে হবে। কোনও ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। স্নাতকোত্তীর্ণরা আবেদন করলেও তা গ্রহণযোগ্য হবে না।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট www.federalbank.in - যেতে হবে। সেখানে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। দিতে হবে যাবতীয় নথি।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের আবেদন ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা।  তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা।

বেতন- কর্মীদের বেতন হবে ১৯,৫০০ থেকে ৩৭, ৮১৫ টাকার মধ্যে। (নিয়ম অনুযায়ী মিলবে গ্রাচুইটি।) 

আবেদনের শেষ তারিখ- ৮ জানুয়ারি, ২০২৬

আবেদনকারীর বয়স- ন্যূনতম ১৮ বছর হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চসীমা ২০ বছর।

[তবে আবেদনের পূর্বে আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই নজর রাখুন  ফেডারেল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
  • আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট www.federalbank.in - যেতে হবে।
  • ন্যূনতম ১৮ বছর হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চসীমা ২০ বছর।
Advertisement