সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১১৯ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল IDBI ব্যাঙ্ক। আবেদনের ন্যূনতম যোগ্যতা কী? শেষ তারিখ কবে? সমস্ত তথ্য জেনে আবেদন করে ফেলুন আপনিও।
মোট শূন্যপদ- ১১৯
ডেপুটি জেনারেল ম্যানেজার- ৮
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-৪২
ম্যানেজার- ৬৯
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অডিট) - বি.টেক /বিই(আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার), এমসিএ/এমএসসি, বা স্নাতকোত্তর উত্তীর্ণ হলে আবেদন করতে হবে। তবে থাকবে হবে সিআইএসএ সার্টিফিকেট।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার(লিগাল)- আইনে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিনান্স ও অ্যাকাউন্টস)- সিএ/আইসিডব্লিউএ/এমবিএ পাশ হলেই আবেদন করতে পারবেন।
ম্যানেজার (রিস্ক ম্য়ানেজার-ক্রেডিড রিস্ক)- সিএ/এমবিএ/সিএফএ/এফআরএম উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন।
ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং)- বিসিএ/বিএসসি/বি টেক/এমবিএ পাশ হলে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য- তফশিলি জাতি, উপজাতির ক্ষেত্রে ২৫০ টাকা। সাধারণ প্রার্থীদের গুণতে হবে ১০৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে IDBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২.যান “Careers” অপশনে। এরপর যান SO Recruitment 2025 link-এ।
৩.নিজের ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রশন করুন।
৪.যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করুন।
৫.আবেদন মূল্য জমা দিন।
৬. এবার আবেদনপত্রটি সাবমিট করুন।
আবেদনের শেষ তারিখ- ২০ এপ্রিল, ২০২৫।