shono
Advertisement
IEM

শুধু পুঁথিগত শিক্ষা নয়, এবার পড়ুয়াদের হাতেকলমে কাজ শেখাবে IEM ও UEM

পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে সিলেবাসের পরিধি বৃদ্ধি করা হবে।
Published By: Sayani SenPosted: 04:55 PM Feb 06, 2025Updated: 04:55 PM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির প্রতি আগ্রহী লাখ লাখ পড়ুয়ার পছন্দের তালিকার প্রথম সারিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং দ্য ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। পড়ুয়াদের কথা ভেবে সিলেবাসে মাইক্রোক্রেডিট এবং মাইক্রো ইন্টার্নশিপের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। পূর্ব ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে এই দুটি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে। তার ফলে হাতেকলমে জ্ঞানার্জন করতে পারবেন পড়ুয়ারা। কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট। পরবর্তীকালে চাকরিক্ষেত্রে ওই সার্টিফিকেটের জন্য বিশেষ সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা।

Advertisement

মূলত গুগল, মাইক্রোসফট, আইবিএম, আমাজন, টেসলার মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে সিলেবাসের পরিধি বৃদ্ধি করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, ফিনটেক, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান বিনিময় করা হবে। তার ফলে শুধু পুঁথিগত জ্ঞানই নয়। হাতেকলমে কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। ভবিষ্যতে কর্মক্ষেত্রে যা তাদের বিশেষ সুবিধা দেবে। শুধু দেশই নয়, বহুজাতিক সংস্থায় কাজের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন পড়ুয়ারা।

যত দিন যাচ্ছে কর্মক্ষেত্রে ততই বাড়ছে প্রতিযোগিতা। তবে মাইক্রোক্রেডিট এবং মাইক্রো ইন্টার্নশিপ পাঠ্যক্রমে অন্তর্ভুক্তিকরণের ফলে প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে পড়ুয়াদের টিকে থাকতে অনেক বেশি সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই কোর্স শেষে ছাত্রছাত্রীরা সার্টিফিকেট পাবেন। ঠিক কীভাবে কোর্স শেষ করলেন পড়ুয়ারা, তার পুঙ্খনাপুঙ্খ তথ্য থাকবে ওই সার্টিফিকেটে। তার ফলে কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন তাঁরা। এই কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.uem.edu.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রযুক্তির প্রতি আগ্রহী লাখ লাখ পড়ুয়ার পছন্দের তালিকার প্রথম সারিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং দ্য ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট।
  • পড়ুয়াদের কথা ভেবে সিলেবাসে মাইক্রোক্রেডিট এবং মাইক্রো ইন্টার্নশিপের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত।
  • পূর্ব ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে এই দুটি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে।
Advertisement