shono
Advertisement
IEMA

ডেটা ট্রান্সফর্মেশনে এক যুগান্তকারী অধ্যায়, নতুন ‘নেক্সালাইজার’ চালু করল IEMA

ভারতের ডেটা অ্যানালিটিক্স ক্ষেত্রে এই ‘নেক্সালাইজার' এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে উঠবে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:39 AM May 11, 2025Updated: 04:40 AM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ‘নেক্সালাইজার’ চালু করেছে IEMA। এই নেক্সালাইজার হল ইন্টিগ্রেটেড এআই ক্ষমতা সম্পন্ন ডেটা ট্রান্সফর্মেশন সফটওয়্যার যেটি IEMA-ই তৈরি করেছে। ইনটেলিজেন্স ডেটা ট্রান্সফর্মেশনে এক যুগান্তকারী অধ্যায় এনে দেবে এই ‘নেক্সালাইজার’। IEMA রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড গর্বের সাথে IEMA 'নেক্সালাইজারের' সূচনা করেছে। ভারতের ডেটা অ্যানালিটিক্স ক্ষেত্রে এই ‘নেক্সালাইজার' এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে উঠবে।

Advertisement

IEMA-এর ডিরেক্টর ডঃ সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে তৈরি হয়েছে এই ‘নেক্সালাইজার’। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির মাধ্যমে স্কেলেবল, রিয়েল-টাইম ডেটা প্রসেসিং এবং ট্রান্সফর্মেশনের ব্যবস্থা করাই এই সংস্থার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে ‘নেক্সালাইজার'। নির্বিঘ্নে ডেটা ইন্টিগ্রেশন, স্মার্ট অ্যানোমালি শনাক্তকরণ এবং ভবিষ্যদ্বাণীমূলক অন্তর্দৃষ্টি- এই সমস্ত ক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে ‘নেক্সালাইজার'। বৃহৎ আকারের ডেটা পরিচালনা করার পদ্ধতিতে বিপ্লব আনতে পারে এইসব ক্ষমতা সম্পন্ন ‘নেক্সালাইজার'।

ডঃ চক্রবর্তী বলেন, "নেক্সালাইজার কেবল একটি প্রযুক্তি নয়, তার চেয়েও বেশি কিছু। AI-চালিত অ্যানালিটিক্সের ব্যবহারকে আরও প্রসারিত করবে এই নেক্সালাইজার। আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা কেবল ETL কাজগুলিকে স্বয়ংক্রিয় করে না। বরং শেখে, আন্দাজ করতে পারে এবং ব্যবসায়িক দিক থেকেও প্রকৃতভাবে মূল্যবান হয়ে ওঠে।" 'নেক্সালাইজার' তৈরির টিমে ছিলেন অমর্ত্য মুখোপাধ্যায়, ডঃ অয়ন পাঁজা, সৌভিক চট্টোপাধ্যায় এবং কেশব ঝুনঝুনওয়ালা। এআই, ডেটা সায়েন্স এবং এন্টারপ্রাইজ সিস্টেমের দক্ষতা থেকে তাঁরা নেক্সালাইজার বানিয়েছেন যা আধুনিক ডেটা ইকোসিস্টেমের জন্য আদর্শ হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবনে IEMA কতখানি এগিয়ে, তার প্রমাণ দেয় 'নেক্সালাইজারের' সূচনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • IEMA-এর ডিরেক্টর ডঃ সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে তৈরি হয়েছে এই ‘নেক্সালাইজার’।
  • নির্বিঘ্নে ডেটা ইন্টিগ্রেশন, স্মার্ট অ্যানোমালি শনাক্তকরণ এবং ভবিষ্যদ্বাণীমূলক অন্তর্দৃষ্টি- এই সমস্ত ক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে ‘নেক্সালাইজার'।
  • 'নেক্সালাইজার' তৈরির টিমে ছিলেন অমর্ত্য মুখোপাধ্যায়, ডঃ অয়ন পাঁজা, সৌভিক চট্টোপাধ্যায় এবং কেশব ঝুনঝুনওয়ালা।
Advertisement