সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ (India Post)। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশে মোট শূন্যপদ ১২ হাজার ৮২৮। বাংলাভাষীদের জন্য শূন্যপদ ১২০। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।
কারা আবেদনের যোগ্য?
- প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- অন্তত ৬০ দিনের কম্পিউটারের বেসিক কোর্স পাশ হতে হবে।
- ডাকসেবক পদে আবেদনকারীর নিজস্ব সাইকেল থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে ITBP-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের ফি:
- আবেদনকারীকে ফি হিসাবে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে।
- তবে মহিলা, তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ব্যাংকের ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি:
https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের পর ১২-১৪ জুন পর্যন্ত সংশোধনের সময় পাবেন আবেদনকারীরা।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে হবে।