shono
Advertisement
Indian oil corporation limited

Indian Oil-এ পাঁচশোর বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিসের সুযোগ, আবেদনের শেষ তারিখ কবে?

কীভাবে আবেদন করবেন?
Published By: Tiyasha SarkarPosted: 11:44 PM Jan 04, 2026Updated: 11:44 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক উত্তীর্ণ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। অ্যাপ্রেন্টিসের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি তথ্য।

Advertisement

সংস্থার নাম - Indian Oil Corporation Limited (IOCL)

মোট শূন্যপদ- ৫০১

পদের নাম- ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

আবেদনকারীর যোগ্যতা- অ্যাপ্রেন্টিসের আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

১. ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেশিন, ইনস্ট্রুমেন্ট মেশিন, মেশিনিস্ট)- মাধ্যমিকের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT, SCVT সার্টিফিকেট থাকতে হবে।


২. টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস(ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স)- সংশ্লিষ্ট ট্রেডে ৫০ শতাংশ নম্বর-সহ ডিপ্লোমা পাশ হলেই আবেদন করতে পারবেন। তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

৩. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- যে কোনও শাখায় স্নাতকোত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

অ্যাপ্রেন্টিসের সময়কাল- ১২ মাস


আবেদনকারীর বয়স- নূন্যতম ১৮ বছর হলেই আবেদন করা যাবে। বয়সের সর্বোচ্চসীমা ২৪ বছর। তবে তফশিলি জাতি ও উপজাতি, অবসরপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে www.iocl.com/apprenticeships -এই ওয়েবসাইটে যান। সেখানেই পেয়ে যাবেন ফর্ম। 

নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা হবে।

আবেদনের শেষ তারিখ- ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আবেদনের পূর্বে অবশ্যই Indian Oil Corporation Limited-এর ওয়েবসাইটে নজর রাখুন। উপরিউক্ত পদে নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাপ্রেন্টিসের আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
  • নূন্যতম ১৮ বছর হলেই আবেদন করা যাবে। বয়সের সর্বোচ্চসীমা ২৪ বছর। তবে তফশিলি জাতি ও উপজাতি, অবসরপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
  • ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। 
Advertisement