সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) একাধিক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিযুক্তদের সংস্থার অধীনে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ক্ষেত্রে (টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদে) কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সমস্ত পদে আবেদন করতে চান? তবে আপনার জন্য রইল আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ৪৫৭
শিক্ষাগত যোগ্যতা:
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্টেশন)- সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট-হিউম্যান রিসোর্স)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট)- কমার্সে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর- দ্বাদশ শ্রেণি পাশ। সঙ্গে থাকতে হবে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট।
বয়সসীমা- ২৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
নির্বাচন পদ্ধতি- মেধাতালিকা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল ফিটনেসের মাধ্য়মে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি- ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে https://www.apprenticeshipindia.gov.in/ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে https://nats.education.gov.in/student_register.php ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করুন। তারপর https://plapps.indianoilpipelines.in/ পোর্টালে গিয়ে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ- ৩ মার্চ ২০২৫