সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো। তবে এই পদগুলো সবকটিই অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য। কীভাবে আবেদন করবেন, মোট শূন্যপদ কতগুলো, বিস্তারিত জেনে আবেদন করে ফেলুন এখনই।
মোট শূন্যপদ- ৮টি (নন গেজেটেড কর্মী), ৭ (গেজেটেড অফিসার)
পদ (নন গেজেটেড কর্মী)
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SSE/P. Way- ২
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SSE/ Works- ২
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JE/P.Way- ২
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JE/ Works- ২
পদ (গেজেটেড অফিসার)
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SG/JAG অফিসার-৩
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড SS অফিসার - ২
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)- রিটায়ার্ড JS অফিসার -২
বয়সসীমা- ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ৬৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি- আবেদনের আগে www.mtp.indianrailways.gov.in-এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেখে নিন। নন গেজেটেডরা spomtp.railnet.gov.in--এই মেলে নিজেদের আবেদনপত্র পাঠাতে পারেন। গেজেটেড অফিসারদের বায়োডাটা পাঠাতে হবে spoci4mtp.railnet.gov.in-এই মেল আইডিতে।
আবেদনের শেষ তারিখ- ৯ ফেব্রুয়ারি।
অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মীরা চাকরি করতে চাইলে দেরি না করে এখনই আবেদন করুন।