shono
Advertisement

আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে পোর্ট ট্রাস্টে চাকরি

জেনে নিন আবেদনের খুঁটিনাটি। The post আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে পোর্ট ট্রাস্টে চাকরি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:35 PM Jan 13, 2020Updated: 07:39 PM Jan 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতকদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পোর্ট ট্রাস্ট। ট্রেনি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. বাণিজ্য বিভাগে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
১০ জানুয়ারি তারিখের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীকে recruitment.fa@kolkataporttrust.gov.in এই ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। ওই আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বসবাসের ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র স্ক্যান করে পাঠাতে হবে।

[আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, রইল আবেদনের খুঁটিনাটি]

প্রার্থী নির্বাচন:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে সেই তথ্য জানার জন্য //www.kolkataporttrust.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রথম বছর ১৫ হাজার টাকা বেতন পাবেন। দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা বেতন পাবেন। তৃতীয় বছরে ওই ব্যক্তির বেতন বেড়ে দাঁড়াবে ১৯ হাজার টাকা।

*আপাতত চুক্তি ভিত্তিতে যেকোনও প্রার্থীকে নিয়োগ করা হবে।

The post আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে পোর্ট ট্রাস্টে চাকরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement