shono
Advertisement

করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

কবে, কোথায় হবে ইন্টারভিউ?
Posted: 06:07 PM Dec 07, 2020Updated: 06:07 PM Dec 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে রাজ্যে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর্মী নিয়োগ। মুর্শিদাবাদ এবং জলপাইগুড়িতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে কর্মী নিয়োগ। তবে তার আগে জেনে নিন কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

মেডিক্যাল অফিসার (এনইউএইচএম/এনআরএইচএম)
শূন্যপদ:
মুর্শিদাবাদ: ২৯টি
জলপাইগুড়ি: ১২টি
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস ডিগ্রি থাকলে মুর্শিদাবাদের শূন্যপদের জন্য ইন্টারভিউতে শামিল হওয়া যেতে পারে। তবে জলপাইগুড়ির শূন্যপদের জন্য প্রার্থীর এমবিবিএস ডিগ্রি ও এক বছরের ইন্টার্নশিপ করা প্রয়োজন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়সসীমা:
মুর্শিদাবাদে সর্বোচ্চ ৬৫ এবং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬২ বছর বয়সিরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

স্টাফ নার্স (এনইউএইচএম)
শূন্যপদ:
মুর্শিদাবাদ: ২টি
জলপাইগুড়ি: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা:
জিএনএম কোর্স পাশ এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা:
মুর্শিদাবাদে সর্বোচ্চ ৬৪ বছর এবং জলপাইগুড়িতে ৪০ বছর বয়সিরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

[আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সরকারি চাকরি খুঁজছেন? জেনে নিন খুঁটিনাটি]

জিএনএম (থ্যালাসেমিয়া ইউনিট)
এই বিভাগে শুধুমাত্র ২টি শূন্যপদ রয়েছে জলপাইগুড়িতে।
শিক্ষাগত যোগ্যতা:
জিএনএম কোর্স পাশ হলে এই শূন্যপদের জন্য ইন্টারভিউ দিতে পারেন।
বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

নার্স
এই বিভাগে কেবলমাত্র মুর্শিদাবাদে ১জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
নার্সিংয়ে ডিপ্লোমা অথবা স্নাতক হলে এই শূন্যপদের জন্য ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে।

সাইক্রিয়াট্রিক নার্স
এই বিভাগে কেবলমাত্র জলপাইগুড়িতে ১জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
সাইক্রিয়াটিক নার্সিংয়ে বিএস/এমএসি করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে ইন্টারভিউতে শামিল হতে পারেন।

কমিউনিটি নার্স
এই বিভাগে কেবলমাত্র জলপাইগুড়িতে ১ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
সাইক্রিয়াটিক নার্সিংয়ে বিএস/এমএসি করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

ওএসটি ডক্টর
এই বিভাগে ১টি মাত্র শূন্যপদ রয়েছে মুর্শিদাবাদে।
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস ডিগ্রি থাকলে এই শূন্যপদের ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে ইন্টারভিউতে শামিল হতে পারেন।

মুর্শিদাবাদের শূন্যপদের জন্য যাঁরা ইন্টারভিউ দিতে আগ্রহী তাঁদের বহরমপুরের মুখ্য স্বাস্থ্যসচিবের দপ্তরে ১০ ডিসেম্বর উপস্থিত থাকতে হবে।

জলপাইগুড়ির শূন্যপদের জন্য যাঁরা ইন্টারভিউ দিতে আগ্রহী তাঁদের জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্যসচিবের দপ্তরে ১৪ ডিসেম্বর উপস্থিত থাকতে হবে।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ? লিখিত পরীক্ষা নয় ইন্টারভিউর মাধ্যমেই মিলতে পারে সরকারি চাকরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement