সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীর সামনে এক চরম বিপদ। এই আসন্ন বিপর্যয় মোকাবিলায় জনসচেতনতা গড়তে কলকাতার আশুতোষ কলেজে আয়োজিত হল একদিনের রাজ্য স্তরের সেমিনার। গত মঙ্গলবার কলেজের সেন্টিনারি বিল্ডিং-এর সেমিনার হলে এই বিশেষ কর্মসূচিটি সম্পন্ন হয়।
আশুতোষ কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) ইউনিট এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর যৌথ প্রচেষ্টায় এই সেমিনার আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের NSS প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ দেবারতি দাস এবং আশুতোষ কলেজের IQAC কো-অর্ডিনেটর ডঃ শ্রাবণী রায় উপস্থিত ছিলেন। এছাড়াও সেন্ট জেভিয়ার্স, শ্যামাপ্রসাদ, চারুচন্দ্র এবং বেথুন কলেজের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নেন।
সেমিনারের মূল বক্তা ছিলেন ডঃ দীপচন্দন চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে এক ভয়াবহ আশঙ্কার কথা শোনান। তিনি জানান, প্লাস্টিক ব্যবহারে লাগাম না টানলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেশি হয়ে যাবে। প্রযুক্তির চেয়েও তিনি মানুষের মানসিক ও নৈতিক উন্নয়নের ওপর বেশি জোর দেন। ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই পরিবেশ বদলানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
আলোচনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য আন্তঃকলেজ কুইজ, পোস্টার এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সাগ্নিক মিত্র ও ডঃ সুরজিৎ বেহারা। দিনব্যাপী এই সফল কর্মসূচি শেষ হয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
