shono
Advertisement
WEBCSC

সরকারি চাকরিই লক্ষ্য? কর্মী নিচ্ছে কো-অপারেটিভ সার্ভিস কমিশন, আবেদন করুন এখনই

জেনে নিন আবেদনের পদ্ধতি।
Published By: Tiyasha SarkarPosted: 11:35 PM Feb 16, 2025Updated: 11:38 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)। কিন্তু শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ-১১

১.ঝাড়গ্রাম কো অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- অ্য়াসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)-১

২.বিধাননগর (সল্টলেক) হোলসেল কনসিউমারস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড- অ্যাকাউন্ট্যান্ট- ১

৩.উত্তর ২৪ পরগনা কো অপারেটিভ অ্যাগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- ১

৪. বালতিকুড়ি কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড -অফিসার (গ্রুপ-বি)- ১

৫. জলপাইগুড়ি হোলসেল কনসিউমারস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড-ম্য়ানেজার-১

৬. জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক- স্কেল 1 অফিসার- ২

৭.মালদহ কো অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড- ম্য়ানেজার (অ্যাকাউন্টস)-১

৮. সামন্ত কো অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক-ডেপুটি ম্যানেজার-৩

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড-2 B- অ্যাকাউন্টেন্সিতে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অ্যাকাউন্ট্যান্ট- বাণিজ্য শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে এই পদে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড-2 B)- যে কোনও শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে।

অফিসার- বাণিজ্য শাখায় স্নাতক ও কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন।

ম্যানেজার- বাণিজ্য শাখায় স্নাতক, সিএ, সিএমএ, সিএ-এ ইন্টারমিডিয়েট পাশ হলেই আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

ডেপুটি ম্যানেজার- এমবিএ, এমসিএ পাশরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা- সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ছাড় রয়েছে ৫ বছর।

আবদনের লিংক- www.webcsc.org.--এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ- ৬ মার্চ ২০২৫

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WEBCSC)।
  • আবেদনের শেষ তারিখ ৬ মার্চ ২০২৫।
Advertisement