সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি পুলিশে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সাব-ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে কলকাতা পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদন করতে পারেন?
- যেকোনও শাখায় ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে জানতে হবে।
- তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়।
[আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]
আবেদনের বয়সসীমা:
১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://prb.wb.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
আবেদনকারীকে ২৭০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে লাগবে মাত্র ২০ টাকা।
কবে থেকে আবেদন করা যাবে?
আগামী ২৭ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা পে স্কেলের লেভেল-১০ অনুযায়ী প্রতি মাসে ৩২ হাজার ১০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।