সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল এসে সোজা লাগছে ব্যাটে। ব্যাটার দুরন্ত শটে তা পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। আম্পায়ারের হাত উপরে উঠে ছয় ঘোষণা করে দিলেন। সাধারণত এই দৃশ্য দেখেই অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার অভিনব 'ছক্কা' হাঁকালেন ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্রেথওয়েট। বল নয়, তিনি বাউন্ডারির বাইরে পাঠালেন নিজের হেলমেটকে।
হ্যাঁ, সেটাই ঘটেছে ম্যাক্স৬০ ক্যারিবিয়ান ২০২৪ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে। এই টি-১০ টুর্নামেন্টে নিউ ইয়র্ক স্টাইকার্সের সঙ্গে ম্যাচ ছিল গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্সের। সেখানে স্টাইকার্সের হয়ে ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রেথওয়েট। সেই সময় জোশুয়া লিটলের বল ব্রেথওয়েটের কাঁধে লেগে চলে যায় কিপারের হাতে। কিন্তু আউট দিয়ে দেন আম্পায়ার।
[আরও পড়ুন: ‘আরও কয়েক বছর অধিনায়ক থাকতে পারত’, বিরাটের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য প্রাক্তন ব্যাটিং কোচের]
তার পরই রাগে ফেটে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ের নায়ক। প্রথমে ঠান্ডা মাথায় বাইরের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু বাউন্ডারির কাছে এসে ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন। যা উড়ে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। মাটিতে পড়ে ভেঙে যায় হেলমেটটি। মাঠের বাইরে থাকা এক ব্যক্তি ভয়ে পালিয়েও যান। ব্রেথওয়েটের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: অলিম্পিকের পরে সাতগুণ বাড়ল ভিনেশের সম্পত্তি! কত সম্পদের মালকিন তারকা কুস্তিগির?]
৫ বলে ৭ রান করে আউট হন ব্রেথওয়েট। যদিও তাঁর দল ম্যাচ জিতে যায়। প্রথমে ব্যাট করে নিউ ইয়র্ক স্টাইকার্স ৮ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। জবাবে ৯৬ রানে থেমে যায় গ্র্যান্ড কেম্যান জাগুয়ার। ৮ রানে ম্যাচ জেতে ব্রেথওয়েটের দল।