shono
Advertisement

‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি হয়েছে’, নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে বিস্ফোরক CBI

কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
Posted: 05:55 PM Sep 05, 2023Updated: 05:55 PM Sep 05, 2023

গোবিন্দ রায়: ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক সিবিআই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। ১১ সেপ্টেম্বর  খতিয়ান এজলাসে পেশের কথাও জানালেন তিনি।

Advertisement

নিয়োগ দু্র্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় গোটা বাংলা। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্টে। গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযুক্তকে। মঙ্গলবার ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতি হয়েছে। এই দাবির স্বপক্ষে ১১ সেপ্টেম্বর খতিয়ান তুলে ধরবেন বলেও জানান তিনি।

[আরও পড়ুন: কসবার স্কুলে ছাত্রমৃত্যু: ‘পুলিশ দেরি করছে, CID তদন্ত চাই’, পথে নেমে সুবিচার চাইছেন মা]

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার।” সিবিআই আইনজীবীর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঠিক কোন তথ্যের ভিত্তিতে এজলাসে এহেন দাবি করল সিবিআই? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

[আরও পড়ুন: ‘শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন, আলোচনায় বসা উচিৎ’, রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্পিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement