shono
Advertisement

তৃণমূল বিধায়ক ও ২ কাউন্সিলরের বাড়িতে CBI, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জোর তল্লাশি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই হানা।
Posted: 09:04 AM Nov 30, 2023Updated: 12:17 PM Nov 30, 2023

অর্ণব আইচ: শাহী সভার পরদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআই অভিযান। তৃণমূল বিধায়ক ও দুই কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই হানা বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেস থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দেন সিবিআই আধিকারিকরা। কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পাটুলির বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় ১৮ মিনিট পর বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা। নিজেই দরজা খুলে আধিকারিকদের ভিতরে ঢোকান বাপ্পাদিত্য। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাপ্পাদিত্যর।

[আরও পড়ুন: জামিন পেয়েও হল না জেলমুক্তি, ফের ‘গ্রেপ্তার’ কল্যাণময় গঙ্গোপাধ্যায়]

এদিন বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা সিবিআইয়ের। সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সিবিআই হানার খবর পেয়ে ফের বাড়ি ফিরে আসেন দেবরাজ। তদন্তে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, মুর্শিদাবাদ এবং কোচবিহারেও চলছে সিবিআই তল্লাশি। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা সিবিআইয়ের। তিনি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর যোগসূত্র রয়েছে বলেই দাবি তদন্তকারীদের। প্রমাণের খোঁজে বিধায়কের বাড়িতে চলছে জোর তল্লাশি। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

ডোমকলের পাশাপাশি বড়ঞাতেও চলছে তল্লাশি। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝণ্টু শেখের বাড়িতে হানা সিবিআইয়ের। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক বলেই খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বাংলাকে UPA-এর চেয়ে বেশি দিয়েছেন মোদি! শাহি খতিয়ান ‘বিভ্রান্তিকর’ বলছে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement