shono
Advertisement

শিক্ষা দুর্নীতির কোন মামলায় কজন যুক্ত, চার্জশিটে বিস্তারিত জানাল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও দুর্নীতিতে নাম রয়েছে শিক্ষা দপ্তরের বহু অফিসারের।
Posted: 09:35 AM Jan 09, 2024Updated: 09:38 AM Jan 09, 2024

অর্ণব আইচ: শিক্ষা দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ করে সোমবার আদালতে চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই (CBI)। আর সেই চার্জশিটে কোন কোন মামলায় কারা যুক্ত, তার বিস্তারিত জানানো হয়েছে। সিবিআইয়ের সূত্র জানিয়েছে, এসএসসির (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এদিন পেশ করা চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়, এসএসসি-র প্রাক্তন কর্তা সুবীরেশ ভট্টাচার্য, ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা নাইসা, নাইসার কর্তা পুনীত কুমার, পঙ্কজ বনশাল, এজেন্ট প্রসন্ন রায়, প্রদীপ সিং, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, অরুণ মাইতি, অশোক মাইতি।

Advertisement

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পেশ করা চূড়ান্ত চার্জশিটে নতুন অভিযুক্তর তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়, এসএসসি-র প্রাক্তন আধিকারিক সৌমিত্র ঘোষ, নাইসা, পুনীত কুমার, পঙ্কজ বনশাল, সাঁতরাগাছির একটি স্কুলের শিক্ষক সুবীর ঘোষ, এজেন্ট দিলীপ ভৌমিক। এসএসসির গ্রুপ ‘সি’ নিয়োগ দুর্নীতি মামলায় মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় আগেই দু’দফায় পার্থ চট্টোপাধ‌্যায়-সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

[আরও পড়ুন: অভিষেকের এতো সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়]

এদিন নতুন করে এসএসসির প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্র, পার্থ চট্টোপাধ‌্যায়ের তৎকালীন ব‌্যক্তিগত সচিব সুকান্ত আচার্য ও পঙ্কজ বনসালের বিরুদ্ধে সিবিআই চার্জশিট (Chargesheet) দাখিল করে। এসএসসির গ্রুপ ‘ডি’ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নতুন করে পার্থ চট্টোপাধ‌্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন আধিকারিক পর্ণা বসু, নাইসা সংস্থা, নাইসার কর্তা অনয় সাহা, এজেন্ট প্রদীপ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। যদিও আধিকারিকদের ক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে সরকারের অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। তাই আদালতও এই চূড়ান্ত চার্জশিটগুলি গ্রহণ করেনি। আদালত চার্জশিট গ্রহণ করার পরই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: নাটের গুরু পার্থই! সিবিআইয়ের ৪ চার্জশিটেই ‘দাগি’ প্রাক্তন শিক্ষামন্ত্রী, নাম পরেশেরও]

সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, পার্থ সেন, সৌরভ মাজিকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। তাপস মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তাঁর জামিনের আবেদন জানান। কুন্তলের আইনজীবীও জামিনের (Bail) আবেদন করেন। যদিও এদিন চূড়ান্ত চার্জশিট পেশ করার কারণে তাঁদের জামিনের শুনানি হয়নি। ১০ জানুয়ারি জামিনের আবেদনের ভিত্তিতে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement