সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়িতে হানা দেয় সিবিআই। আসানসোলে তাঁর তিনটি বাড়িতে চলছে তল্লাশি। এমনকী, কলকাতায় থাকা মন্ত্রীর ৩ বাড়িতেও চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার চার এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।
এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রী তথা তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে। অনুমতি নিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। তবে বাড়িতে মন্ত্রী নেই। তাঁর স্ত্রী এবং পরিচারক-পরিচারিকারা রয়েছেন বলে খবর। এরপর আসানসোলে তাঁর অফিস, পৈতৃক বাড়িতেও তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। প্রতিটি বাড়ির বাইরে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। এদিকে মন্ত্রীর বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা।
কয়লা পাচারের তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে নিত্যনতুন তথ্য উঠে আসছে বলে দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে বলে খবর। সেই সূত্র ধরেই নথির খোঁজে আসানসোলের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারীরা।
[আরও পড়ুন: বাগুইহাটি জোড়া খুন: ১৪ দিন মর্গে পরে দেহ, জানেই না থানা! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা]
সকাল সোয়া আটটা থেকে শুরু হয়েছিল তল্লাশি। বেলা ন’টা নাগাদ সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান তদন্তকারীর। আসানসোলে মন্ত্রীর আরও দুটটি বাড়ি রয়েছে। সেখানেই হানা দেয় সিবিআই। তল্লাশি চালানো হয় মন্ত্রীর অফিসেও। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায়া চলছে তল্লাশি।
ইতিপূর্বে একাধিকবার মলয় ঘটককে (Moloy Ghatak) তলব করেছিল সিবিআই। জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির ইডি দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ। মন্ত্রীর বয়ান রেকর্ড করেন ইডি আধিকারিকরা। পরবর্তী সময়ে প্রয়োজনে ফের তাঁকে তলব করা হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে দু’ বার মলয় ঘটককে সমন পাঠিয়ে তলব করেছিল। তবে তৃতীয়বার সমন পেয়ে এদিন হাজিরা দিয়েছিলেন।