shono
Advertisement

সারদা তদন্তে ডিসি পোর্টকে নোটিস সিবিআইয়ের, রাডারে চার ব্যবসায়ী

রাজীবের খোঁজে শহরের চার ব্যবসায়ী ও এক ট্রাভেল এজেন্টকে জেরা সিবিআইয়ের৷ The post সারদা তদন্তে ডিসি পোর্টকে নোটিস সিবিআইয়ের, রাডারে চার ব্যবসায়ী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 AM Sep 22, 2019Updated: 11:42 AM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা কাণ্ডের তদন্তে এবার ডিসি পোর্ট ওয়াকার রাজাকে নোটিস পাঠাল সিবিআই৷ সূত্রের খবর, শনিবার এই আইপিএস অফিসারকে নোটিস পাঠান হয়েছে৷ কয়েক বছর আগে শুল্ক দপ্তরের সঙ্গে সিআইডি-র যে বৈঠক হয়েছিল, সেই নির্দিষ্ট বৈঠকের ফাইল চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ পাশাপাশি চাওয়া হয়েছে আরও কিছু ফাইল৷

Advertisement

[ আরও পড়ুন: ফের ধাক্কা রাজীব কুমারের, আগাম জামিনের আবেদন খারিজ আলিপুর আদালতেও ]

আইপিএস মহল সূত্রে খবর, যে বৈঠকের কথা নোটিসে উল্লেখ করেছেন সিবিআই অফিসাররা, সেই সময় সিআইডি বিভাগে একটি শীর্ষ পদে বহাল ছিলেন, বর্তমানে ডিসি পোর্টের পদে আসীন ওয়াকার রাজা৷ এবং উক্ত বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি৷ সেই গুরুত্বপূর্ণ বৈঠকের ফাইল ডিসি পোর্টের কাছে চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ ওই ফাইল থেকে সারদা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ যদিও তিনি কোনও নোটিস পাননি বলে, জানিয়েছেন ওয়াকার রাজা৷ তিনি জানান, বর্তমানে ছুটিতে রয়েছেন৷ সিবিআইয়ের কোনও নোটিস পাননি৷ এবং যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেই বৈঠকের বিষয়েও কিছু জানেন না৷

[ আরও পড়ুন: আবার পুজোর উদ্বোধনে কমরেড তন্ময়! অস্বস্তিতে আলিমুদ্দিন ]

পাশাপাশি, রাজীব কুমার তদন্তে এক ট্রাভেল এজেন্ট ও শহরের চার ব্যবসায়ীকে জেরা করল সিবিআই৷ শনিবার এদের প্রত্যেককে জেরা করা হয়৷ সূত্রের খবর, তদন্তে সিবিআই জানতে পেরেছেন, শহরের কয়েকজন ব্যবসায়ী বকলমে রাজীব কুমারকে সাহায্য করেছেন৷ একদিকে আর্থিক ভাবে গোয়েন্দা প্রধানকে যেমন সাহায্য করছেন তাঁরা, তেমনই রাজীব কুমারকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন৷ একই ভাবে মামলার জন্য রাজীব কুমারের হয়ে আইনজীবীর বেতনও দিচ্ছেন এই ব্যবসায়ীরাই৷ সেজন্য বর্তমানে সিবিআই রাডারে রয়েছে শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী৷ এছাড়া শনিবার রাজীব কুমারের ট্রাভেল এজেন্টকেও জেরা করেছেন তদন্তকারীরা৷ তাঁদের অনুমান, রাজীবের গা ঢাকা দেওয়ার সঙ্গে, ওই ব্যক্তির যোগ থাকতে পারে৷ সূত্রের খবর, রবিবার আরও একবার এদের জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের তদন্তকারীরা৷

The post সারদা তদন্তে ডিসি পোর্টকে নোটিস সিবিআইয়ের, রাডারে চার ব্যবসায়ী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার