shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

লন্ডন সফর শেষে দুবাই হয়ে কলকাতার উদ্দেশে পাড়ি, শনি সন্ধ্যায় শহরে মমতা

৬ দিনের লন্ডন সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।
Published By: Sayani SenPosted: 09:08 AM Mar 29, 2025Updated: 12:46 PM Mar 29, 2025

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): গুরুত্বপূর্ণ লন্ডন সফর সেরে শুক্রবারই রওনা দিয়েছেন তিনি। হিথরো বিমানবন্দর থেকে বিমানে দুবাই হয়ে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন তিনি।

Advertisement

গত ২২ মার্চ, রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারতীয় সময় রবিবার, ২৩ মার্চ ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ লন্ডনের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) পৌঁছন তিনি। একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেন। মঙ্গলবার ছিল বাণিজ্য সম্মেলন। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালুর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার লন্ডনের রাস্তায় খোশমেজাজে প্রাতঃভ্রমণ সারেন। হাঁটতে হাঁটতেই সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয়। টেমসের ধারে নিজেদের ফ্ল্যাট বাংলার 'দিদি'কে চেনান ডোনা।

ওইদিন রাজ্য সরকারি শীর্ষকর্তারা ব্রিটিশ বণিক মহলের সঙ্গে একটি বৈঠক সারেন। সশরীরে ওই বৈঠকে ছিলেন না মুখ্যমন্ত্রী। তবে প্রতি মুহূর্তে বৈঠকের দিকে নজর ছিল তাঁর। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজের জীবনের লড়াই থেকে নারী ক্ষমতায়নে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, রাম-বামেরা অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করে। একটুও মেজাজ না হারিয়ে ঠান্ডা মাথায় হাসিমুখে পরিস্থিতি সামাল দেন মমতা। ৬ দিনের সফর শেষে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা নাগাদ দুবাই হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামার কথা তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুত্বপূর্ণ লন্ডন সফর সেরে শুক্রবারই রওনা দিয়েছেন তিনি।
  • হিথরো বিমানবন্দর থেকে বিমানে দুবাই হয়ে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন তিনি।
Advertisement