দেব গোস্বামী, বোলপুর: ফের নিজামে ডাক পরল অনুব্রত ঘনিষ্ঠ’র। গরু পাচার মামলায় ফের কৃপাময় ঘোষকে তলব করল সিবিআই। এই কৃপাময় অনুব্রতর ঘনিষ্ঠ বৃত্তে থাকা অন্যতমদের একজন। প্রায়শই তাঁকে দেখা যেত অনুব্রত’র বোলপুরের নিচুপট্টির বাড়ির অন্দরে। পারিবারিক সদস্যে পরিণত হয়েছিলেন একসময়। ৭ই সেপ্টেম্বর কলকাতায় নিজামে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
কৃপাময় অনুব্রতর এতটাই ঘনিষ্ঠ যে পুলিশি ঘেরাটোপ এড়িয়েও তাঁর কাছে পৌঁছে যেতে পারতেন। ইডির আসানসোল থেকে দিল্লি নিয়ে যাবার সময় শক্তিগড়ে ধাবায় অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কিছুক্ষণ কথাও বলেন। জলখাবারের বিল ৯৯৫ টাকা মিটিয়েছিলেন এই কৃপাময়ই। বোলপুরের নিচুপট্টির বাড়ি ও দলীয় কার্যালয়ের দেখভাল থেকে শুরু করে কার্যালয়ে যাতে ঠিকমত কাজ হয়, সেই পরামর্শ দিয়েছিলেন অনুব্রত।
[আরও পড়ুন: নেই বোর্ড-স্লেট-পেনসিল, গ্রামের দেওয়ালেই অক্ষরশিক্ষা, ‘রাস্তার মাস্টার’কে কুর্নিশ!]
বোলপুরের নিচুবাঁধগোড়া এলাকার বাসিন্দা কৃপাময় বোলপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা থাকাকালীনই অনুব্রত’র নজরে আসেন। পরে কৃপাময় মৎস্য দপ্তরের চাকরিও পান। গত কয়েক বছরে গাড়ির ব্যবসায় ফুলেফেঁপে ওঠায় এলাকায় যথেষ্ট চর্চা ছিল। সিবিআই এবং ইডি একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদও করে। তদন্তকারী সংস্থা পূর্বেই চার্জশিটে দাবি করে, কয়েক বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। তাঁর একাধিক চার চাকার গাড়ি, দামি ফোন, বেশকিছু জমি জায়গার রয়েছে বলে তদন্তে জানা যায়। এছাড়াও নামে-বেনামে অনুব্রতর বেশ কিছু সম্পত্তি কৃপাময় দেখভাল করতেন। তার মধ্যে বেশকিছু অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের দাবি। তাই কৃপাময়কে জেরা করলে আরও তথ্য পাওয়া যাবে বলেই দাবি সিবিআই আধিকারিকদের। যদিও এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও কৃপাময়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।