shono
Advertisement

রাজীব কুমারকে জেরা করতে আজই শিলং যাচ্ছে সিবিআইয়ের ‘স্পেশ্যাল ১০’টিম

সূত্রের খবর, রাজীব কুমার ছাড়াও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে। The post রাজীব কুমারকে জেরা করতে আজই শিলং যাচ্ছে সিবিআইয়ের ‘স্পেশ্যাল ১০’ টিম appeared first on Sangbad Pratidin.
Posted: 12:45 PM Feb 08, 2019Updated: 03:45 PM Feb 08, 2019

মণিশংকর চৌধুরি: চিটফান্ড মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে আজ, শুক্রবারই শিলং উড়ে যাচ্ছে সিবিআইয়ের ‘স্পেশ্যাল ১০’ টিম। এদিন সকালে তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে সিবিআইয়ের দপ্তরে অন্যান্য আধিকারিকদের সঙ্গে দেখা করেন এই বিশেষ দলের সদস্যরা। তাঁদের সঙ্গে বৈঠক করার পর সম্ভবত দুপুর দুটোর বিমানে শিলং উড়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। রাজীব কুমারকে জেরা করার টিমের নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের হাতে নিগৃহীত ডিএসপি তথাগত বর্ধন। সূত্রের খবর, স্পেশ্যাল ১০ দলে থাকবেন জগরূপ সিনহা (দিল্লি বিশেষ ইউনিট), ভিএম মিত্তল (অতিরিক্ত এসপি), সুরেন্দ্রকুমার মালিক (অতিরিক্ত এসপি), ডিএসপি পদমর্যাদার তিন আধিকারিক অতুল হাজেলা, অলোককুমার শাহি, পিকে শ্রীবাস্তব, এবং ইনস্পেক্টর পদমর্যাদার তিন আধিকারিক হরিশংকর চাঁদ, রীতেশ দানহি ও সুরজিৎ দাস। সিবিআইয়ের অবসরপ্রাপ্ত আধিকারিক ফণিভূষণ করণও তদন্তকারী দলে থাকতে পারেন বল খবর। তিনি সারদা তদন্তের প্রথমদিকে ছিলেন। জানা গিয়েছে, শিলংয়ে পৌঁছে ওকল্যান্ডে মেঘালয়ে সিবিআইয়ের সদর দপ্তরে থাকবেন তাঁরা। সেখানেই জেরা করা হবে রাজীব কুমারকে। তাঁর সঙ্গে রয়েছেন এসটিএফ আধিকারিক মুরলীধর শর্মা, গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠি, অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম৷ এছাড়াও তাঁদের সঙ্গে আইনি পরামর্শদাতা হিসাবে রয়েছেন মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব৷

Advertisement

সূত্রের খবর, রাজীব কুমার ছাড়াও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে। সেই তালিকায় নাম রয়েছে সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ একাধিক পুলিশ আধিকারিক। এদের কাছ থেকে তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রাজীব কুমারকে। তলব করা হচ্ছে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও। সূত্রের খবর, বিজেপি নেতা মুকুল রায় এবং কলকাতা পুলিশের আরও এক আধিকারিককে ডাকতে পারে সিবিআই। এদিকে, কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার জন্য রণকৌশল ঠিক করতে জন্য সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার বৈঠক করেছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। তিনিও শিলং যেতে পারেন বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে ২০০টি প্রশ্ন তৈরি করা হয়। তার থেকে বাছাই করে ১০০টি প্রশ্ন তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। তার মধ্যেও মূল ২০ থেকে ২৫টি প্রশ্নের উত্তর পেতে মরিয়া তদন্তকারীরা। এদিকে, আগামী ১৩ তারিখ বারাসত আদালতে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করার আবেদনের মামলার শুনানি রয়েছে। আদালতের সম্মতি পেলে তারপরে এদেরকেও শিলংয়ে জেরা করার জন্য নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। সবমিলিয়ে ২০ তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির আগে সবাইকে জেরা করে চার্জশিট দাখিল করতে পারে সিবিআই বলে জানা গিয়েছে।

The post রাজীব কুমারকে জেরা করতে আজই শিলং যাচ্ছে সিবিআইয়ের ‘স্পেশ্যাল ১০’ টিম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার