নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলায় দলের রণকৌশলের পরিবর্তন চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনে দলের ভোট শতাংশ সামান্য কম হয়েছে ঠিকই কিন্তু তাতে যে গত লোকসভার তুলনায় ৬টি আসন কমে গিয়েছে, সেই বিষয়টি চিন্তার ভাঁজ ফেলেছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের কপালে। শনিবার তাতে নতুন সংযোজন উপনির্বাচনের ফলাফল। নিজেদের হাতে থাকা তিনটি আসনের মধ্যে একটিও বঙ্গ বিজেপি ধরে রাখতে পারেনি। তা দেখার পরে বঙ্গ বিজেপির উপর আস্থা না রেখে কেন্দ্রীয় নেতৃত্বই রণকৌশল পরিবর্তনের রাশ নিজেদের হাতে তুলে নিতে চাইছে।
এ প্রসঙ্গে বিজেপির (BJP) সর্বভারতীয় এক প্রথম সারির নেতা জানিয়েছেন, “বাংলায় আমাদের রণকৌশল পরিবর্তন করতেই হবে। আগে আমাদের খতিয়ে দেখতে হবে, কোথায় কোথায় ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তা দেখে নিয়েই দলকে কীভাবে বাংলায় শক্তিশালী করা যায়, সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হবে।”
[আরও পড়ুন: ট্রাম্পের জনসভায় প্রাণঘাতী হামলা, কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের]
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আশানুরূপ না হওয়ার পরেই বঙ্গ বিজেপির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল শীর্ষনেতৃত্ব। সেই রিপোর্টে তারা খুব একটা সন্তুষ্ট নয় বলেই সূত্রের খবর। কোথায় কোথায় দলের ত্রুটি-বিচ্যুতি হয়েছে সেই বিষয়গুলি যে রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তা বিজেপির প্রথম সারির ওই নেতার কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। উপনির্বাচনেও দলের কেন ভরাডুবি হয়েছে, সেই জবাবদিহিও খুব শীঘ্রই বঙ্গ বিজেপির কাছ থেকে চেয়ে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
বাংলার মহিলা ভোটাররা যে বিজেপির থেকে মুখ ফিরিয়েছে, সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছে শীর্ষনেতৃত্ব। এবারে বিজেপির বাংলা থেকে একজনও মহিলা সাংসদ নেই। সেই বিষয়টি ভাবাচ্ছেও কেন্দ্রীয় নেতাদের। তঁারা যে বাংলা থেকে একজন মহিলাকে সাংসদ করার চিন্তাভাবনা করছেন, সে কথাও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির প্রথম সারির নেতা। রাজ্যসভায় বাংলার কোনও মহিলাকে সাংসদ করা হতে পারে বলে ইঙ্গিত দিলেও স্পষ্টভাবে তিনি এখনই কিছু বলতে চাননি।
[আরও পড়ুন: ট্রাম্পের সভায় বন্দুকবাজের হানা, গুলি ছুঁয়ে গেল কান! রক্তাক্ত বর্ষীয়ান নেতা]
এদিকে বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে পরিবর্তন হওয়ার কথা আগে থেকেই রয়েছে। বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে সভাপতি বদল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপি সূত্রের খবর, সভাপতি হিসাবে এবারে সর্বজনগ্রাহ্য কাউকেই চাইছে শীর্ষনেতৃত্ব। কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব যে তাতে বড় অন্তরায় সেই বিষয়টি তঁারা ভালোই বুঝতে পারছেন। তাই এবারে শীর্ষনেতৃত্ব ঠিক করেছে, প্রয়োজনে কড়া হাতেই তারা সাংগঠনিক স্তরে রদবদল করবে।