সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ বিবাহ (Same Sex Marriage) বৈধ কিনা, তা নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রথম থেকেই এই নীতির তীব্র বিরোধিতা করেছে কেন্দ্র। এবার প্রত্যেকটি রাজ্যের কাছে এই বিবাহ সংক্রান্ত মতামত চাইল সরকার। বুধবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কেন্দ্র এই কথা জানিয়েছে। কয়েকদিনের জন্য শুনানি স্থগিত রাখারও আবেদন জানায় কেন্দ্র। তবে সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, কেন্দ্রের বিরোধিতার কোনও যুক্তি নেই।
বুধবার নতুন করে সুপ্রিম কোর্টের কাছে আরজি পেশ করে কেন্দ্রীয় সরকার (Central Government)। আবেদনে বলা হয়, “এই বিষয়টি আইন বিভাগের অন্তর্ভুক্ত। তাই কেন্দ্রের পাশাপাশি এই বিষয়ে রাজ্যগুলির মতামতও খুবই গুরুত্বপূর্ণ।” সমলিঙ্গ বিবাহের বৈধতার মামলায় রাজ্যগুলিকেও পার্টি করতে চাইছে কেন্দ্র। আগামী ১০ দিনের মধ্যে এই বিবাহ প্রসঙ্গে নিজেদের মতামত পেশ করতে হবে রাজ্যগুলিকে।
[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়ি পরে দৌড়! চমকে দিলেন ওড়িশার তরুণী, ভাইরাল ভিডিও]
কেন্দ্রের তরফে বলা হয়, সমলিঙ্গ বিবাহের বৈধতা যাচাই করতে গেলে দেশের নানা প্রান্তের বিশ্বাস, প্রথা, সামাজিক বিভিন্নতা খতিয়ে দেখা দরকার। এই মামলার বিচার করার সময়ে দেশের নানা অংশের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ও পরিপূর্ণ ধারণা থাকতে হবে। সেই জন্যই রাজ্যগুলির মতামত জানতে হবে। রাজ্যগুলির জবাব না আসা পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখতেও সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্র। যদিও সেই আবেদনে সাড়া না দিয়ে শুনানি চালিয়ে যাবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত।
যদিও এই মামলায় রাজ্যের কোনও ভূমিকা নেই বলেই দাবি করেছেন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, “একটি কেন্দ্রীয় আইনের বৈধতা নিয়ে এই মামলা চলছে। সেক্ষেত্রে রাজ্যগুলি কী মনে করে, সেটা একেবারেই প্রাসঙ্গিক নয়। তাছাড়াও পাঁচ মাস আগে এই মামলার শুনানির তারিখ ঘোষণা হয়েছিল। সেটা জানা সত্ত্বেও কেন গতকালই রাজ্যগুলির কাছে মতামত চাইল কেন্দ্র, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।” অন্যদিকে তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেকের বিবাহের অধিকার রয়েছে। শুধুমাত্র সমকামী বলেই কারোওর বিবাহের অধিকার কেড়ে নেওয়া যায় না। সমকামী বিবাহকে শুধুমাত্র শহুরে ধারণা বলে অভিহিত করেছে কেন্দ্র। কিন্তু প্রধান বিচারপতি বলেন, কেন্দ্রের হাতে এমন কোনও তথ্য নেই যা প্রমাণ করে সমকামী বিবাহ একটি শহুরে ধারণা। আবেদনকারীদের অধিকাংশ শহরের বাসিন্দা বলেই বিষয়টিকে বিশেষ একটি নামে অভিহিত করা যায় না।