সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘক্ষণ গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকার দিন গত হয়েছে। বর্তমানে ম্যানুয়ালি নগদ টাকা দেওয়ার পরিবর্তে টোল সংগ্রহে ফাস্ট্যাগ পরিষেবা (FASTag) চালু রয়েছে। ভারতে প্রায় সকলেই গাড়িতে ফাস্ট্যাগ লাগিয়ে নেয়। সূত্রের খবর, ফাস্ট্যাগের বদলে এবার স্যাটেলাইটের মাধ্যমে টোল পরিশোধের নয়া পদ্ধতি আনছে কেন্দ্র। যাকে বলা হচ্ছে জিএনএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ঠিক কীভাবে এই পদ্ধতিতে টোল সংগ্রহ করা হবে?
রাজ্যসভায় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, নতুন টোল সংগ্রহ পদ্ধতির জন্য জিপিএস এবং ক্যামেরা ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলির প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়িটিকে। এর পর নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরাসরি গাড়ি চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। কত কিলোমিটার চলেছে গাড়িটি, তার উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ। এই সিস্টেম চালু হলে যানবাহনে আর ফাস্ট্যাগ লাগবে না। টোল কাটার জন্য তাদের আর লাইন দিয়ে দাঁড়াতেও হবে না।
[আরও পড়ুন: ‘আপত্তিকর’ পোস্টে যাবজ্জীবন! সোশাল মিডিয়া নীতিতে বড় পরিবর্তন যোগীরাজ্যে]
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী সময়ে জিএনএসএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে টোল সংগ্রহ করা হবে। ভারত সরকার এই ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সব ঠিক থাকলে মার্চ থেকেই নতুন পদ্ধতি লাগু হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই মুহূর্তে জিপিএস ভিত্তিক টোল কালেকশন সিস্টেমের পাইলট রান চালানো হচ্ছে। অর্থাৎ নয়া অত্যাধুনিক প্রযুক্তি কার্যকর হলেও অতীত হবে ফাস্ট্যাগ পদ্ধতি।