সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা (Coronavirus) পরিস্থিতি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করছে সিআরপিএফ (Central Reserve Police Force)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে।
মোট শূন্যপদ – ৫০ (মেডিক্যাল অফিসার)
শিক্ষাগত যোগ্যতা – এমবিবিএস পাশের পর ইন্টার্নশিপ শেষ হলে আবেদন।
বয়সসীমা– ১৩ মে ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে।
[আরও পড়ুন: চাকরি খুঁজছেন? কর্মী নিয়োগ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
কীভাবে আবেদন করবেন?
মেডিক্যাল অফিসার পদে নিয়োগ হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ভিত্তিতে। ১৩ মে হবে পরীক্ষা। সিআরপিএফের যে ইউনিটে পরীক্ষা দিতে চান প্রার্থী, তাঁর শিক্ষাগত যোগ্যতা, জাতির শংসাপত্র, বয়সের নথি, আগে কাজ করে থাকলে সেখানকার তথ্য নিয়ে সেখানে যেতে হবে। আসলের পাশাপাশি সমস্ত শংসাপত্রের প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও সময় – ১৩ মে ২০২১ ইন্টারভিউ হবে। যিনি যে ইউনিটে যাবেন, নির্দিষ্ট সময়ে তাঁকে সেখানে যেতে হবে। (কোন কোন ইউনিটে নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য মিলবে সিআরপিএফের ওয়েবসাইট www.crpf.gov.in-এ।)
তাহলে দেরি কেন, চটপট আবেদন করুন আপনিও।