সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর ইস্যুতে এবার সিবিআইয়ের (CBI) দ্বারস্থ কেন্দ্র। জাতিদাঙ্গায় তপ্ত উত্তর-পূর্বের রাজ্যে নারী নির্যাতনের ভয়াবহ ভাইরাল ভিডিওর তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে নর্থ ব্লক। পাশাপাশি এই মামলার বিচার মণিপুরের (Manipur) বাইরে যাতে হয়, সেই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এমনই।
প্রায় আড়াই মাস ধরে জাতিদাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে চাপে কেন্দ্র। সংসদে বিরোধীরা লাগাতার এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছেন। বুধবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। আস্থা ভোটে সংখ্যাধিক্যে কেন্দ্রের শাসকদলের হারের কোনও আশঙ্কা নেই। তবু প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধী INDIA জোটের লাগাতার কর্মসূচিতে সংসদের অধিবেশন ভণ্ডুল হওয়ায় বেশ চাপে পড়েছে মোদি সরকার। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত, ভাইরাল হওয়া ভিডিও-র (Viral Video) তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই।
[আরও পড়ুন: বারাণসীর বিধবার সঙ্গে বৃহন্নলার প্রেম! প্রথম ঝলকেই চমকে দিল ‘সফেদ’]
সম্প্রতি মণিপুরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে রাজধানী ইম্ফল থেকে বেশ খানিকটা দূরে দুই মহিলাকে বিবস্ত্র করে দীর্ঘ পথ হাঁটানো হয়েছে বলে দেখা যায়। একেবারে আগুনের মতো ভিডিওটি ছড়িয়ে পড়ে। আর তা নিয়ে শোরগোল শুরু হয় গোটা দেশে। ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে। বিপদ এড়াতে মণিপুরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য আংশিকভাবে ফিরেছে ইন্টারনেট সংযোগ। কিন্তু তাতে বিতর্কের আঁচ কমেনি একটুও। এবার এই ভাইরাল ভিডিও নিয়েই তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে কেন্দ্র আবেদন জানাবে, এই মামলার শুনানি যাতে মণিপুরের বাইরে অন্য কোথাও হয়। আরও বড় অশান্তি এড়াতে কেন্দ্র এই পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।