shono
Advertisement

কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র

বিক্ষোভকারীকে জিপের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেয় সেনা, তার প্রশংসা করেছে কেন্দ্র৷ The post কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:52 PM Apr 17, 2017Updated: 02:27 PM Oct 09, 2019

স্টাফ রিপোর্টার : অস্থির উপত্যকা৷ গত ২৪ ঘণ্টায় এক আইনজীবী-সহ তিন জন খুন হয়েছে কাশ্মীরে৷ প্রাক্তন এক জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে৷ পরপর তিনটি খুনের ঘটনায় ছুটি বাতিল হল রাজ্যের পুলিশ কর্মীদের৷ এদিকে, পাথর ছোড়া বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এক বিক্ষোভকারীকে যেভাবে ঢাল হিসাবে ব্যবহার করেছে সেনা, তাকে সমর্থন জানাল কেন্দ্র৷ যদিও সেনার বিরু‌দ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ সোমবার একের পর এক বিক্ষোভের জেরে ছাত্রসংঘর্ষে উত্তপ্ত লালচক৷ সোমবার সকালে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ রাজৌরি ও নৌসেরা সেক্টরে মর্টার হামলা চালায় পাক বাহিনী৷ পাল্টা জবাব দেয় ভারত৷

Advertisement

[প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে]

ভারপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি আজ সোমবার সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেন৷ সেখানেই বিক্ষোভকারীকে ঢাল হিসাবে ব্যবহার করার ঘটনায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট হবে৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ভিডিও প্রকাশ করেন৷ প্রতিবাদে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলিও৷ কিন্তু কেন্দ্র বুঝিয়ে দিয়েছে, মরণ বাঁচন ওই অবস্থায় রক্তপাত না ঘটিয়ে সেনা যেভাবে নিরাপদে সবাইকে উদ্ধার করেছে, তাকে সমর্থন জানিয়েছে কেন্দ্র৷

[জিপে বাঁধা কাশ্মীরি যুবক, সেনার নামে দায়ের এফআইআর]

মাথা ঠান্ডা রেখে সংশ্লিষ্ট সেনা অফিসার ওই বিক্ষোভকারীকে জিপের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেন, তার প্রশংসা করেছে কেন্দ্র৷ দক্ষিণ কাশ্মীরে রবিবার সন্ধেয় পিঞ্জুরা গ্রামে জঙ্গিরা ইমতিয়াজ আহমেদ খান নামে ওই প্রাক্তন সরকারি আইনজীবীকে গুলি করে হত্যা করে৷ ন্যাশনাল কনফারেন্সের স্থানীয় নেতা ছিলেন ইমতিয়াজ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অপর একটি ঘটনায় জঙ্গিরা গুলি করে প্রাক্তন সঙ্গী আবদুল রশিদ ওরফে রশিদ বিরাকে৷ উত্তর কাশ্মীরে বান্দিপোরায় এই ঘটনায় রশিদকে পরপর চারটি গুলি করা হয়৷ এছাড়াও উপত্যকায় হত্যা করা হয়েছে আরও একজনকে। শনিবার সন্ধ্যায় সেনাকে লক্ষ্য করে পাথর ছোড়ার পর জওয়ানের গুলিতে মৃত্যু হয় কাশ্মীরি যুবক সাজ্জাদ আহমেদের৷

The post কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement