shono
Advertisement

অসম এখনও ‘অশান্ত’, আরও তিন মাস জারি থাকবে আফস্পা

Centre declares Assam as 'disturbed' area under AFSPA for 3 more months The post অসম এখনও ‘অশান্ত’, আরও তিন মাস জারি থাকবে আফস্পা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 AM May 06, 2017Updated: 03:29 AM May 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত অসম। তাই আরও তিন মাস বহাল থাকবে আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট ওরফে আফস্পা। এমনটাই জানাল কেন্দ্র।  গোটা রাজ্যকেই ‘উপদ্রুত’ বলে সম্বোধন করা হল।

Advertisement

[‘কোথাও পালাচ্ছি না, এখানেই থাকছি’, অশ্রুসজল প্রতিক্রিয়া বিক্রমের]

মে মাসের ৩ তারিখ থেকেই গোটা আসামে আফস্পা বহাল রাখার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোটা রাজ্যই অশান্ত বিশেষ করে মেঘালয়ের সীমান্ত এলাকাগুলি। আর এর জন্য দায়ী করা হয়েছে উলফা, এনডিএফবি’র মতো বিদ্রোহী সংগঠনগুলিকে।  এরাই গোটা রাজ্যে হিংসা ছড়াচ্ছে বলে জানানো হয়েছে।

[বিমানে অভব্যতা করলে এবার পড়তে হবে কড়া শাস্তির মুখে]

২০১৬ সালে এমন ৭৫টি হিংসাত্মক ঘটনার কথা বলা হয়েছে। যাতে অন্তত ৩৩ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মীও রয়েছেন।  কমপক্ষে ১৪ জন এমন মানুঞ, রয়েছেন যাঁদের আজ পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।  এমন ঘটনা ২০১৭ সালেও ঘটে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যে অন্তত ন’টি হিংসাত্মক ঘটনা ঘটে গিয়েছে। যাতে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই জন আবার দেশের নিরাপত্তাকর্মী। এমন অশান্ত পরিবেশের কারণেই রাজ্যে আরও তিন মাসের জন্য আফস্পা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  তিন মাস পর পরিস্থিতি বিচার কর তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন একাধিক স্থানীয় সংগঠন। এতে পরিস্থিতির কোনও উন্নতি হবে না বলেই দাবি তাদের।

[পার্কের মধ্যেই সঙ্গমে লিপ্ত যুগলকে আজব সাজা দিলেন বিচারক]

The post অসম এখনও ‘অশান্ত’, আরও তিন মাস জারি থাকবে আফস্পা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement