shono
Advertisement

এবার ২৪ সপ্তাহেও করা যাবে গর্ভপাত, শর্তসাপেক্ষে নিয়ম বদল কেন্দ্রের

এর আগে বিশেষ ক্ষেত্রে ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হত।
Posted: 02:15 PM Oct 14, 2021Updated: 02:15 PM Oct 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভপাতের (Abortion) সময়সীমায় বদল আনল কেন্দ্র। এবার ২৪ সপ্তাহেও করা যাবে গর্ভপাত, জানাল কেন্দ্র। সময়সীমা পরিবর্তনের ফলে বিশেষ ক্ষমতা সম্পন্নরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এর আগে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হত। এখন তা বাড়ানো হল।

Advertisement

গত মার্চে গর্ভপাত আইন (সংশোধনী) (Medical Termination Law Of Pregnancy (Amendment) পাশ হয়েছে। নতুন নিয়মানুযায়ী, কোনও মহিলা গর্ভপাতের আবেদন জানানোর পর রাজ্যস্তরে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবে। ওই মেডিক্যাল বোর্ডের সদস্যরাই তাঁর পরীক্ষা নিরীক্ষার পর গর্ভপাতের সিদ্ধান্ত নেবে। আবেদনের মাত্র পাঁচ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগে ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে হত। তবে নতুন নিয়মানুযায়ী গর্ভপাতের সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে ২৪ সপ্তাহ।

[আরও পড়ুন: গলায় সোনার হার, চোখে সানগ্লাস, দাদু বাপ্পি লাহিড়ীর পথেই নাতি রেগো! পুজোয় এল ‘বাচ্চা পার্টি’]

নতুন এই নিয়মের ফলে ধর্ষণের শিকার হওয়া মহিলারা গর্ভপাত করাতে পারবেন। তাছাড়া সেই তালিকায় রয়েছেন নাবালিকা, বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলা, অন্তঃসত্ত্বা থাকাকালীন বিধবা বা বিবাহবিচ্ছিন্নারাও গর্ভপাত করাতে পারবেন। গর্ভস্থ ভ্রূণের কোনও ত্রুটি থাকলেও করা যাবে গর্ভপাত। কোনও প্রসূতির যদি জীবনের ঝুঁকি থাকে সেক্ষেত্রে তাঁরাও গর্ভপাতের আবেদন করতে পারবেন।

তবে প্রত্যেক ক্ষেত্রে রাজ্যস্তরের গঠিত মেডিক্যাল বোর্ডই গর্ভপাতের সিদ্ধান্ত নেবে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিলে তবেই গর্ভপাত করাতে পারবেন আবেদনকারী। মেডিক্যাল বোর্ড আবেদন খারিজ করে দিলে অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে পারবেন না।

[আরও পড়ুন: OMG! জন্মদিনে একসঙ্গে সাড়ে ৫০০ কেক কাটলেন যুবক! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement