সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মস্তিষ্কপ্রসূত ‘বিকশিত ভারত’ যাত্রায় আপত্তি জানাল নির্বাচন কমিশন। ভোটমুখী পাঁচ রাজ্যে ওই যাত্রা করা যাবে না। কেন্দ্রকে চিঠি লিখে জানিয়ে দিল কমিশন।
আগামী ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। যা চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। উদ্দেশ্য ছিল কেন্দ্রের যাবতীয় প্রকল্পের প্রচার করা। সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল তুলে ধরা। মূলত পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং তারপর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই যাত্রার দিনক্ষণ স্থির করেছিল মোদি সরকার। কিন্তু বাদ সাধল নির্বাচন কমিশন (Election Commission)।
[আরও পড়ুন: পৌনে সাত কোটির প্রতারণা, সেই টাকাতেই বাড়ি, গাড়ি, গয়না! অবশেষে গ্রেপ্তার কলকাতার ‘বান্টি-বাবলি’]
আসলে ভোটমুখী রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের এই বিকশিত যাত্রায় আপত্তি জানিয়েছিল কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য ছিল, কেন্দ্র ঘুরপথে ভোটমুখী রাজ্যগুলিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কংগ্রেসের অভিযোগ পেয়ে কমিশন ভোটমুখী রাজ্যগুলিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা’ বন্ধ করার নির্দেশ দিল কমিশন। ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি লিখে নির্দেশ দিয়েছে, ভোটমুখী রাজ্যগুলিতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা চলবে না।
[আরও পড়ুন: লোকসভার আগে ফের শক্তিবৃদ্ধি, অভিষেকের হাত ধরে তৃণমূলে আরও ১ বিজেপি বিধায়ক]
একই সঙ্গে কমিশনের নির্দেশ, এই যাত্রার জন্য ‘জেলা রথ পরিচালক’ হিসাবে সরকারি কর্মীদের নিয়োগ করা যাবে না। অর্থাৎ ঘুরপথে কেন্দ্র যে ভোটমুখী রাজ্যগুলিতে প্রচারের ছক কষেছিল, সেটা করা গেল না। কমিশনের এই সিদ্ধান্ত অবশ্য মেনে নিয়েছে কেন্দ্রও।