জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্তে ভুয়ো শংসাপত্রের রমরমা। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বনগাঁ পুরসভার পুরপ্রধান। অভিযোগ, আইনজীবী ও মুহুরিদের একাংশের মদতেই চলছে এই বেআইনি কারবার।
বিষয়টা ঠিক কী? সম্প্রতি বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ ভুয়ো সংশাপত্র তৈরির অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, প্রথমে ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হচ্ছে। তার পর সেটি ব্যবহার করে পার্সপোর্ট-সহ বিভিন্ন নথিপত্রের জন্য আবেদন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এতে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি বনগাঁর ঠাকুরনগর থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল এনআইএ। ধৃতের কাছ থেকে জাল পাসপোর্ট-সহ একাধিক জাল নথিপত্র উদ্ধার হয়। ধৃত মানব পাচারের সঙ্গেও যুক্ত ছিল। তাতেই আরও জোরদার হয়েছে সন্দেহ। পুরপ্রধান গোপাল শেঠের দাবি, একটা বড় চক্র রয়েছে এর পিছনে।
[আরও পড়ুন: পরকীয়া জানাজানি হতেই চরমে দাম্পত্য কলহ! অবসাদে চরম সিদ্ধান্ত প্রেমিক যুগলের]
এ নিয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, যেখানে বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান রত্না বিশ্বাস মন্তব্য করছেন বাংলাদেশীদের ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য সেখানে গোপাল শেঠ নামমাত্র! তাঁর পালটা কটাক্ষ, “তৃণমূলের নেতানেত্রীরা দেশের জন্য বিপজ্জনক।”