সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি যোগের জল্পনার মধ্যেই দিল্লিতে চম্পাই সোরেন! সূত্রের খবর, দলের ৬ বিধায়ককে নিয়ে দিল্লিতে পৌঁছেছেন ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি নাকি কলকাতায় এসে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেছেন। তার পরেই রবিবার ভোরের বিমান ধরে পৌঁছে গিয়েছেন দিল্লিতে। গোটা ঘটনাক্রমে আরও জোরদার হচ্ছে চম্পাইয়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা।
দুর্নীতি মামলায় হেমন্ত সোরেন জেলবন্দি হওয়ার পর রাজ্যভার উঠেছিল চম্পাইয়ের কাঁধে। তবে হেমন্তের জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর কুরসি হারানো তো বটেই, দলেও নাকি কোণঠাসা চম্পাই সোরেন। যেভাবে কার্যত 'ঘাড়ধাক্কা' দিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাতেও অসন্তুষ্ট চম্পাই। যদিও প্রকাশ্যে এসব কোনও কথাই বলেননি ঝাড়খণ্ডের বাঘ। কিন্তু চলতি বছর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। জল্পনা ছড়ায়, তার আগেই চম্পাই বিজেপিতে যোগ দিতে পারেন।
[আরও পড়ুন: ভোটের মুখে ভরসা মমতার দেখানো পথ! লক্ষীর ভাণ্ডারের অনুকরণে মহারাষ্ট্রে চালু ‘লড়কি বহেন’ যোজনা]
যদিও এই জল্পনার পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন চম্পাই। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চম্পাই বলেন, “জানি না এমন গুজব কোথা থেকে ছড়াচ্ছে। আমি জানি না আমায় নিয়ে খবরে কী দেখানো হচ্ছে, তাই খবরের সত্যি-মিথ্যা নিয়ে কিছু বলতে পারব না। আমি এই বিষয়ে কিছুই জানি না। শুধু এটুকু বলতে পারি, আমি যেখানে আছি, খুশি আছি।” কিন্তু শোনা যায়, শনিবার গভীর রাতেই কলকাতায় আসেন চম্পাই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হয়।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন চম্পাই। এহেন পরিস্থিতিতেই রবিবার ভোরে দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৬জন বিধায়ক। তাঁদের সঙ্গে নাকি দলের তরফে যোগাযোগও করা যাচ্ছে না। যদিও চম্পাইয়ের দাবি, ব্যক্তিগত কাজে তিনি দিল্লি গিয়েছেন। শেষ পর্যন্ত কোন পথে মোড় নেবে চম্পাইয়ের রাজনৈতিক ইনিংস, তুঙ্গে চর্চা।