সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজন নিয়ে জটিলতা এখনও অব্যাহত। আগামী বছর সেখানে ভারত যাবে কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেন্যুর কথাও। টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। যাতে আরও বিপাকে পড়তে পারে পাকিস্তান।
৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
[আরও পড়ুন: বড়সড় সংস্কারের পথে বাংলাদেশ ক্রিকেট, পদত্যাগ করতে পারেন বোর্ড সভাপতি পাপন]
এর আগে ২০২২ সালে এশিয়া কাপও সরে গিয়েছিল পাকিস্তানের মাটিতে। সেই পরিস্থিতি যাতে ফের না তৈরি হয়, সেটা নিয়ে চিন্তিত পাক বোর্ড। এরই মধ্যে মুখ খুললেন জয় শাহ। যদিও তিনি পরিষ্কার করে জানাননি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা যাবেন কিনা। তিনি জানান, "এখনও কোনও কিছুই ফাইনাল করা হয়নি। আমরা এই নিয়ে কোনও সিদ্ধান্ত এখনই নিচ্ছি না। যখন সময় ও পরিস্থিতি আসবে, তখন আমরা দল পাঠানোর কথা ভাবব।"
[আরও পড়ুন: রবিবার হচ্ছে না ডুরান্ড ডার্বি, বাতিল বাঙালির বড় ম্যাচ]
জয় শাহের এই মন্তব্য আরও দুশ্চিন্তায় ফেলতে পারে পাক বোর্ডকে। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বিসিসিআই থেকে যেহেতু এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি, ফলে তারা আরও বিপাকে পড়েছে। পিসিবি-র থেকেও নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারছে না। ভারত সরে গেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে জয় শাহের বক্তব্যে ফের চাপে পাকিস্তান।