shono
Advertisement

রেলের অতিথিশালা যখন অশরীরীর ডেরা

তেনাদের ভয়েই অতিথিশালায় মানুষের টেকা দায়। এখন সেই অতিথিশালায় শুধু তেনাদেরই আনাগোনা। The post রেলের অতিথিশালা যখন অশরীরীর ডেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:55 PM Sep 03, 2016Updated: 05:25 PM Sep 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, মহিলাদের নাকি স্নানঘরে একা পেলেই অশরীরীরা তাঁদের ভয় দেখানোর চেষ্টা করে। নারীমন পুরুষের তুলনায় বহুগুণ নরম। পাশাপাশি স্নানঘরে মহিলারা বেশকিছুটা গোপন সময় কাটান। আর তাই এই সময় ভৌতিক আবেশ তাঁদের আশেপাশে তৈরি হলে, স্বভাবতই তাঁরা ভয় পেয়ে যান। সিক্ত অবস্থায় আচমকা স্নানঘর ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসতে পারেন না। আর সেই সুযোগেই ভয় তাঁদের উপর আরও জোড়াল ভাবে চড়াও হয়। স্নান ঘরে অশরীরীর আনাগোনা যখন নতুন নয়, তখন এমনই ভৌতিক স্নানঘর যে কোনও বাড়ি কিংবা হোটেল রুমকে খুব সহজেই বানিয়ে দিতে পারে ভূতুরে।

Advertisement

ঠিক এমন ঘটনাই ঘটে চণ্ডীগড় রেল অতিথিশালায়। শোনা যায়, এই অতিথিশালা খুব সুন্দর করে রাখা অতিথিদের জন্য। কিন্তু সুব্যবস্থা থাকার পরেও টুরিস্টরা ভুল করেও এই অতিথিশালার আশেপাশে ঘেষতে চান না।

শোনা যায়, এই অতিথিশালার স্নানঘরে বাস করে এক অতৃপ্ত আত্মা। পুরুষ, মহিলা নির্বিশেষে যে কেউ এই স্নানঘরে ঢুকলে সেই অশরীরীর দেখা পান। শোনা যায়, কখনও কখনও স্নানঘরে ভুতের দেখা পান মানুষ। কিংবা আবার কখনও তেনারা সরাসরি দেখা না দিয়ে নানা ধরনের কাণ্ড-কারখানার মধ্যে দিয়ে নিজেদের উপস্থিতির কথা জানান দেয়।

আর তেনাদের ভয়েই অতিথিশালায় মানুষের টেকা দায়। এখন সেই অতিথিশালায় শুধু তেনাদেরই আনাগোনা।

The post রেলের অতিথিশালা যখন অশরীরীর ডেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement