সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “নোট নয় প্রধানমন্ত্রী পাল্টান৷” নোট বাতিল ইস্যুতে ঠিক এই ভাবেই নরেন্দ্র মোদির বিরোধিতায় সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক সাধারণ মানুষের জীবনে সমস্যা ডেকে আনছে৷ টাকার অভাবে জেরবার হচ্ছে সাধারণ মানুষ৷ মূলত এই দাবিতেই মোদির বিরোধিতায় সরব হচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কেজরিও তাই বারংবার নানাভাবে মোদিকে আক্রমণ করছেন৷ টুইটারে মোদির বিরুদ্ধে সরব হয়ে এদিন কেজরি কৃষকদের সমস্যাও তুলে ধরেন৷ টুইট করে তিনি বলেন, “মোদির এই সিদ্ধান্তে দরিদ্র কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাই মোদির উচিত কৃষকদের সুবিধার্থে প্রত্যেকের জন ধন অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ফেলে দেওয়া৷”
প্রসঙ্গত, নোট বাতিল ইস্যুতে মোদির বিরোধিতা করায় কেজরিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস৷ সেই কথার জবাবেই এদিন এই কথা বলেন কেজরিওয়াল৷
The post নোট নয়, প্রধানমন্ত্রী বদলাও: কেজরিওয়াল appeared first on Sangbad Pratidin.