সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর চাঁদার নামে জুলুমের অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করতেই ধুন্ধুমার কাণ্ড ক্যানিংয়ে। থানায় ঢুকে পুলিশকে মারধর করে অভিযুক্তকে বের করে নিয়ে আসার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এক্স হ্যান্ডেলে সরব হলেন শুভেন্দু অধিকারী। ক্যানিংয়ের IC ও SDPO অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন বলেও দাবি করছেন তিনি। ডিজিপি-র কাছে তদন্তের দাবিও জানিয়েছে শুভেন্দু।
রাত পোহালেই কালীপুজো। সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কালীপুজোর চাঁদাকে কেন্দ্র করেই ক্যানিংয়ে অশান্তি চরমে ওঠে। জল গড়ায় থানা পর্যন্ত। গ্রেপ্তার করা হয় জয়ন্ত ঘড়াই নামে একজনকে। অভিযোগ, ধৃতকে ছাড়িয়ে আনতে ক্যানিং থানায় ঢুকে পুলিশকে মারধর করে ক্যানিং ১-এর যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, "অরিত্র ও জয়ন্ত দুজনই বিধায়কের ঘনিষ্ঠ। জয়ন্তকে ছাড়াতে থানায় ঢুকে SI-কে বেধড়ক মারধর করেছেন অরিত্র।"
এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর দাবি এসআই-কে মারধরের পরও ক্যানিংয়ের IC সৌগত ঘোষ ও SDPO রামকুমার মণ্ডল অরিত্র ও জয়ন্তকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন। ওই পোস্টই ডিজিপির কাছে পর্যাপ্ত তদন্ত ও পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু। এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।