shono
Advertisement

ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু রোগীর! কাঠগড়ায় সরকারি হাসপাতাল

তীব্র উত্তেজনা অশোকনগর এলাকায়।
Posted: 07:33 PM Oct 09, 2023Updated: 07:45 PM Oct 09, 2023

অর্ণব দাস, বারাসত: চিকিৎসায় গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগ উঠল অশোকনগর শব্দালপুর গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় সোমবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনারা অশোকনগর এলাকার।

Advertisement

পরিবাস ও হাসপাতাল সূত্রে খবর, শনিবার অশোকনগর শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিত ঘোষ (৩১) জ্বর নিয়ে ভর্তি হয় সব্দালপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের পক্ষ থেকে রোগীর রক্তপরীক্ষার ব্যবস্থা করা হয় রবিবার। পরিবারের তরফে জানতে চাওয়া হয়, অমিত ডেঙ্গু আক্রান্ত কি না। কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর ডেঙ্গু হয়নি। রোগী ভালো আছে।

[আরও পড়ুন: এখন প্রত্যাহার, অক্টোবরের শেষের মধ্যে কেন্দ্রের উত্তর না মিললে ফের ধরনায় বসব: অভিষেক]

সোমবার সকালে হাসপাতাল তরফে খবর মেলে, হঠাৎই রোগীর অবস্থা খারাপ হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসক ইঞ্জেকশন দেন এবং অন্যত্র নিয়ে যাবার কথা বলে। এর কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সকালে রোগীর অবস্থা খারাপ হওয়ার পর জরুরি বিভাগের ডাক্তারকে একাধিকবার ডাকার পরেও তাঁরা রোগীর সামনে আসেনি। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে যুবকের। ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যপাল-অভিষেক বৈঠক শেষ, কী বলছে রাজভবন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার