shono
Advertisement

ফোন করা নিয়ে বচসা! দুই ছাত্রীর চুলোচুলিতে উত্তাল হাওড়ার স্কুল, ভাইরাল ভিডিও

স্কুল খুলতেই ধুন্ধুমার।
Posted: 04:34 PM Feb 09, 2022Updated: 10:24 PM Feb 09, 2022

অরিজিৎ গুপ্ত, হাওড়া: অতিমারীর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ক্লাসরুম। নতুন করে ঘণ্টা বাজতেই স্কুল ফিরেছে পুরনো মেজাজে। ফের এক জায়গায় হওয়ার সুযোগ পেয়েছে বন্ধুবান্ধবরা। কিন্তু হাওড়ার জগদীপপুরের স্কুলে ধরা পড়ল একটু ভিন্ন ছবি। স্কুল খুলতেই ক্লাসরুমে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি! প্রথমে বচসা, তারপর একেবারে হাতাহাতিতে জড়াল দুই ছাত্রী। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, জগদীশপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী তারা। এদিন স্কুলে গিয়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে দুই ছাত্রীর মধ্যে বচসা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বচসার পরই চুলোচুলিতে জড়ায় তারা। দুই ছাত্রীর মধ্যে ক্লাসরুমের ভিতরেই তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে চলতে থাকে হাতাহাতিও। তবে শুধুমাত্র ব্যক্তিগত কারণই নয়, জানা যাচ্ছে, ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে কাউকে ফোন করাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে ঝামেলা লাগে। দু’জনই একে অপরকে দোষারোপ করতে থাকে। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

[আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের ২ পুরসভায় জয় তৃণমূলের, দিনহাটায় দখল ৭টি ওয়ার্ড]

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বচসায় জড়ানো দুই ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

নতুন করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই নিয়ে দ্বিতীয়বার চুলোচুলির ঘটনা শিরোনামে উঠে এল। এর আগে হাওড়ারই বেলুড়ের লালবাবা কলেজে ছাত্রীদের চুলোচুলির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয়। তাতে কয়েকজন ছাত্রছাত্রী বাধা দিতে যায়। তখনই তাঁদের উপর হামলা হয়। শেষমেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কলেজে বহিরাগতদের হামলার জন্য কলেজ কর্তৃপক্ষের তরফে বালি থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

[আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের কো-অর্ডিনেটর হচ্ছেন কুণাল ঘোষ এবং শওকত মোল্লা]

এর আগে আবার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মতো নামী বিদ্যালয়ে দুই শিক্ষক বচসা ও হাতাহাতিতে জড়িয়েছিলেন। এবার ফের শিরোনামে উঠে এল ছাত্রীদের কোন্দল। তবে ক্লাসরুমে কীভাবে মোবাইলে ভিডিও তৈরি হল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার