shono
Advertisement

Breaking News

‘কুনো উদ্যানে দুই চিতার মৃত্যু প্রত্যাশিত’, জানাল দক্ষিণ আফ্রিকা

কেন একথা বলা হয়েছে পেশ করা বিবৃতিতে?
Posted: 09:07 PM Apr 28, 2023Updated: 09:07 PM Apr 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশার পর উদয়। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আনা আরও এক চিতার (Cheetah) মৃত্যু হয়েছে সম্প্রতি। স্বাধীনতার সাড়ে সাত দশক পরে ফের ভারতে চিতাকে ফেরানোর প্রকল্প ঘিরে শঙ্কার এক আবহ তৈরি হয়েছে। এমতাবস্থায় আশ্বস্ত করছে দক্ষিণ আফ্রিকার অরণ্য, মৎস্য ও পরিবেশ দপ্তর DFFE। তাদের দাবি, এই ধরনের প্রোজেক্টে এমন মৃত্যুহার প্রত্যাশিতই।

Advertisement

ঠিক কী জানিয়েছে ওই দপ্তর? তাদের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘যে দুই চিতার মৃত্যু হয়েছে (একটি নামিবিয়া ও একটি দক্ষিণ আফ্রিকার) এখনও পর্যন্ত, তা এই ধরনের প্রোজেক্টের ক্ষেত্রে প্রত্যাশিত মৃত্যুহারের মধ্যেই।’ সেই সঙ্গে তারা আরও জানিয়েছে, অতিকায় মাংসাশী প্রাণীকে নতুন করে ফেরাতে যাওয়াটা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। যদিও এখনও তাদের কাছে দুই চিতার ময়না তদন্তের রিপোর্ট আসেনি, তবুও প্রাপ্ত তথ্য থেকে তারা জানতে পেরেছে এক্ষেত্রে সংক্রামক কোনও ব্যাধির লক্ষণ নেই। ফলে অন্য চিতাদের এর থেকে বিপন্ন হওয়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে তারা।

[আরও পড়ুন: ‘যেদিন ডাকবে, যাব’, স্থগিতাদেশ উঠতেই সিবিআইকে ‘পূর্ণ সহযোগিতা’র বার্তা অভিষেকের]

প্রসঙ্গত, লক্ষ্য ছিল দেশে চিতার সংখ্যা বৃদ্ধি। যার জন্য গত বছর নামিবিয়া থেকে এয়ারলিফ্ট করে আনা হয় ৭টি চিতাকে। আবার ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও এক ডজন চিতা। মধ্যপ্রদেশে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) তাদের রাখার ব্যবস্থা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে মহাসমারোহে সেই কাজ হয়েছিল। দুই চিতার মৃত্যু হওয়ায় বর্তমানে কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮।

[আরও পড়ুন: বিমানবন্দরে হারাল পোষ্য! এয়ার ইন্ডিয়ার ‘গাফিলতি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement