সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বিশ্বের আঙিনায় মাথা উঁচু হল ভারতের। চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের চারজন ছাত্র তৈরি করে ফেললেন বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট। আগস্টে এটির সাহায্যে কাজ শুরু করবে নাসা।
চেন্নাইয়ের হিন্দুস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র তাঁরা। নাম কে জে হরিকৃষ্ণণ, পি অমরনাথ, জি সিন্ধি ও টি গিরি প্রসাদ। তাঁরা যে স্যাটেলাইটটি তৈরি করেছেন সেটির ওজন ৩৩.৩৯ গ্রাম। মাঝারি সাইজের ডিমের চেয়েও যা হালকা। এটি একটি ৪ সেন্টিমিটারের কিউব স্যাটেলাইট। নাম ‘জয়হিন্দ-১এস’। এর বাইরে রয়েছে পলিলেটিক অ্যাসিড (PLA) নাইলনের আস্তরণ।
[ ঋণ শোধের জন্য মেয়েদের বিক্রির চেষ্টা, স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী ]
নাসার কোলোরাডো স্পেস গ্র্যান্ট কনসোর্টিয়াম ‘কিউব ইন স্পেস’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই ছাত্ররা এই স্যাটেলাইটটি প্রদর্শন করেন। একটি সায়েন্টেফিক বেলুনের সাহায্যে এটি ৭০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এর আগে সবচেয়ে হালকা যে স্যাটেলাইটটি তৈরি হয়েছিল, সেটিও ছিল ভারতের। তামিলনাড়ুর রফিত শারোক এটি বানিয়েছিলেন। ২০১৭ সালে এটি প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছিল। সেটির ওজন ছিল ৬৪ গ্রাম। কে জে হরিকৃষ্ণণ জানিয়েছেন, তাঁরা তিনটি পরীক্ষার পর স্যাটেলাইটটি ডিজাইন করেছিলেন। বিভিন্ন রকম আবহাওয়ায়, মধ্যাকর্ষণ শক্তির তারতম্যে ফেলে এটিকে পরীক্ষা করা হয়েছে। আর এর জন্য খরচ পড়েছে মাত্র ১৫ হাজার টাকা। এই স্যাটেলাইটটি বিশ্বের সবচেয়ে কমদামী স্যাটেলাইট বলেও দাবি তাঁদের।
[ নৃশংস! ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর ধারাল অস্ত্রের কোপ ]
৭০ কিলোমিটার পর্যন্ত বেলুনটি উড়লে এর সেন্সর চালু হয়ে যায়। স্যাটেলাইট তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ ও অতিবেগনী রশ্মি পরিমাপ শুরু করে। মাইক্রোকন্ট্রোলারের সাহায্য সেই তথ্য এসডি কার্ডে এসে পৌঁছায়। বেলুন যদি তার চেয়ে বেশি উঁচুতে পৌঁছায়, তাহলে স্যাটেলাইটের সঙ্গে বেলুনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর ফ্যাকাল্টি অ্যাডভাইসর ছিলেন প্রফেসর জি দীনেশ কুমার। তিনি জানিয়েছেন, স্যাটেলাইটের ওজন কমিয়ে ও উপযুক্ত সেন্সর মডিউলের সাহায্য এর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এটি একই সময়ে একাধিক জিনিস পরিমাপ করতে পারে। এটি ইতিমধ্যেই ৪০ ফুট উচ্চতায় পরীক্ষা করা হয়েছে। এই সপ্তাহের শেষের দিকে এটি আমেরিকায় পাঠানো হবে।
The post বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে তাক লাগালেন চার পড়ুয়া appeared first on Sangbad Pratidin.