shono
Advertisement

জাতীয় দলে ব্রাত্য পূজারা, এই দেশের পথে পা বাড়ালেন তারকা ক্রিকেটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার হয়ে শেষ বার খেলেছিলেন পূজারা।
Posted: 05:50 PM Dec 13, 2023Updated: 05:50 PM Dec 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে সুযোগ পাননি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। আগামী মরশুমে সাসেক্সের (Sussex) হয়েই খেলবেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয় পূজারাকে। প্রোটিয়া সফরেও নেই তিনি।
ইংল্যান্ডের কাউন্টি টিমের হয়ে দুর্দান্ত রেকর্ড পূজারার। ইংল্যান্ডের কাউন্টি ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি। সাসেক্সের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরিও করেন পূজারা। ২০২২ সালে সাসেক্সের হয়ে প্রথম মরশুমে ১০৯৪ রান করেছিলেন পূজারা। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরে প্রথমবার মুখ খুললেন রোহিত, কী বললেন তিনি?]

চলতি বছরও পূজারা তাঁর দারুণ ফর্ম বজায় রাখেন। তিনটি সেঞ্চুরি হাঁকান। কাউন্টি দলটির তরফে জানানো হয়, ”সাসেক্স ক্রিকেট অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে চেতেশ্বর পূজারা ফের চুক্তি করেছে। বিদেশি খেলোয়াড় হিসেবে ড্যানিয়েল হিউজও ২০২৪ সালের জন্য চুক্তি করেছে।” কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম সাতটি ম্যাচ খেলতে দেখা যাবে পূজারাকে। 

[আরও পড়ুন: পারথে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া,প্যালেস্টাইনকে সমর্থন জানিয়ে বিতর্কে খোয়াজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement