সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। নির্বাচকরা তাঁকে বার্তা দিয়েছিলেন, ঘরোয়া টুর্নামেন্টে রান করে জাতীয় দলে ফিরতে হবে। চেতেশ্বর পূজারা সেঞ্চুরি হাঁকালেন দলীপ ট্রফিতে। দলীপ ট্রফির সেমিফাইনালে পূজারার সেঞ্চুরি পশ্চিমাঞ্চলকে পৌঁছে দেয় দারুণ জায়গায়।
ব্যাট করতে নেমে সতীর্থদের কাছ থেকে কোনও সহযোগিতাই পাননি পূজারা। তিনি রান আউট হন ১৩৩ রানে। তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চল এগিয়ে রয়েছে ৩৮৩ রানে।
[আরও পড়ুন: তামিমের জায়গায় বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন, বিশ্বকাপের দায়িত্ব পাবেন কি?]
আগের দিন ৫০ রানে অপরাজিত ছিলেন পূজারা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে পূজারা দেখেন অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছে। একটা প্রান্ত ধরে রাখেন পূজারা। ম্যাচের রাশও তাদেরই নিয়ন্ত্রণে।
এক প্রান্ত থেকে উইকেট যখন পড়তে শুরু করে, প্রতিপক্ষের বোলাররা যখন বিষ ঢালা শুরু করেন, তখন পূজারা প্রাচীর হয়ে দাঁড়ান। প্রথম ইনিংসে ১০২ বল খেলেও বড় রান করতে পারেননি চেতেশ্বর পূজারা। মধ্যাঞ্চলের শিবম মাভি তাঁকে ফেরান ২৮ রানে। দ্বিতীয় ইনিংসে সুযোগের সদ্ব্যবহার করেন পূজারা। শতরান করে বিজয় হাজারেকে ছোঁন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে হাজারের সেঞ্চুরির সংখ্যা ৬০। তাঁর আগে রয়েছেন সুনীল গাভাসকর (৮১), শচীন তেণ্ডুলকর (৮১) এবং রাহুল দ্রাবিড় (৬৮)।