shono
Advertisement

আনন্দ আসরে মৃত্যুর ছায়া, ছত্তিশগড়ে পিকনিক করতে গিয়ে ডুবে মৃত ৬

রামদহ জলপ্রপাতে ঘটেছে এই দুর্ঘটনা।
Posted: 08:45 AM Aug 30, 2022Updated: 08:46 AM Aug 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা। রামদহ জলপ্রপাতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার ছত্তিশগড়ের করেয়া জেলার রামদহ জলপ্রপাতে ডুবে (Drowning) মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। একজনকে উদ্ধার করা হয়েছে। করেয়ার জেলাশাসক কুলদীপ শর্মা বলেন, “উদ্ধারকাজ শেষ হয়েছে। ছ’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সকলেই মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বাসিন্দা।” কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন: স্টেশন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার বিজেপি কাউন্সিলরের বাড়িতে! বড় চক্রের হদিশ মথুরায়]

ছত্তিশগড়ে (Chhattisgarh) আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু রামদহ জলপ্রপাত। রাজধানী রায়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রয়েছে ওই স্থানটি। সূত্রের খবর, মৃতদের সকলেই পর্যটক। জলপ্রপাতে পিকনিক করতে ১৫ সদস্যের ওই পরিবার সেখানে গিয়েছিল। রবিবার প্রপাতে নেমে স্নান করার সময় পর্যটকদের ৭ জন নিখোঁজ হয়ে যান। দ্রুত বিষয়টি জানানো হয় পুলিশকে। তারপরই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু ততক্ষণে জলে ডুবে মৃত্যু হয় ছয় পর্যটকের। মৃতদেহগুলি উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা।

স্থানীয় প্রশাসনের দাবি, জলপ্রপাতে পর্যটকদের সতর্ক করার জন্য একটি বোর্ড রয়েছে। সেখানে সুরক্ষা সম্পর্কিত তথ্য দেওয়া আছে। কিন্তু পর্যটকদের অনেকেই তা মেনে চলেন না। আর এই অবহেলার দরুনউ ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। সোমবার উদ্ধারকাজ শেষ হওয়ার পর নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম হচ্ছে–শ্বেতা সিং (২২), শ্রদ্ধা সিং (১৪), অভয় সিং (২২)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: এবার রেলের টিকিট বাতিলেও দিতে হবে GST, জেনে নিন বাড়তি কত টাকা গুনতে হবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement