সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের (Assam) কাজিরাঙায় (Kaziranga National Park) ব্যাঘ্র প্রকল্পের উন্নয়নে বরাদ্দ ১ কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রপতির আতিথেয়তায়। রোহিত চৌধুরি নামে এক সমাজকর্মীর আরটিআই-এর পর একথা প্রকাশ্যে আসে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কাজিরাঙা সফরে গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। সেই সময়েই খরচ হয়েছে বিপুল অর্থ। এবার এই ঘটনায় অসমের প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেনের পদ খোয়ালেন অভিযুক্ত মহেন্দ্র কুমার যাদব। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসম সরকারের পরিবেশ ও বন দপ্তর।
গত বছরের মে মাসে কাজিরাঙার আয় ব্যয় সংক্রান্ত হিসাব সম্পর্কে জানতে চেয়ে আরটিআই করেন সমাজকর্মী রোহিত চৌধুরী। কাজিরাঙা অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর নভেম্বর মাসে সেই আবেদনের উত্তরও দেন। সেখানেই সাফ জানানো হয়, ১ কোটি ১ লক্ষ টাকা খরচ হয়েছে রামনাথ কোবিন্দের সফরে। রাষ্ট্রপতির যাবতীয় খরচের পাশাপাশি তাঁর জন্য সাজিয়ে তোলা হয়েছিল কাজিরাঙার থাকার জায়গাটিও। রাষ্ট্রপতির নানা বিলাসবহুল সুবিধার ব্যবস্থা করতে বিপুল খরচ হয়েছে। যদিও ওই অর্থ ছিল ব্যাঘ্র প্রকল্পের উন্নয়নে জন্য বরাদ্দ। এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল অসম সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক।
[আরও পড়ুন: দেশের করোনা গ্রাফে বড় লাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫ হাজারের বেশি]
সেই মতো কাজ হল। ১ এপ্রিল অসম সরকারের পরিবেশ ও বন দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত মহেন্দ্র কুমার যাদবকে। অপরপক্ষে বর্তমান প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী এবং জীব-বৈচিত্র) এবং অসমের জীববৈচিত্র্য সংরক্ষণ সমিতির প্রধান পরিচালক সন্দীপ কুমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেনের দায়িত্ব সামলাবেন। এইসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেছে অসম সরকার।