shono
Advertisement

যাঁকে নিয়ে বিতর্ক সেই রানি পদ্মাবতী সত্যিই কি ছিলেন?

কিন্তু কে এই পদ্মাবতী? আদৌ কি তিনি ছিলেন? The post যাঁকে নিয়ে বিতর্ক সেই রানি পদ্মাবতী সত্যিই কি ছিলেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Jan 31, 2017Updated: 08:53 AM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রানি পদ্মাবতী৷ সৌজন্যে, সঞ্জয় লীলা বনশালি ও কর্ণি সেনা৷ একজন রাজপুত ইতিহাসের একটি অধ্যায়কে সেলুলয়েডে তুলে আনতে চাইছেন৷ অন্যদিকে কর্ণি সেনার দাবি, বিকৃত হচ্ছে ইতিহাস৷ তাই নিয়ে ধুন্ধুমার৷ রীতিমতো সরগরম গোটা দেশ৷ কিন্তু কে এই পদ্মাবতী? আদৌ কি তিনি ছিলেন?

Advertisement

বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার

এ নিয়ে রীতিমতো ধন্দ আছে ইতিহাসবিদদের মধ্যেও৷ পিছনে তাকালে দেখা যাচ্ছে, পদ্মাবতীর কথা প্রথম উঠে আসে মালিক মহম্মদ জায়সি নামে এক আওয়াধি কবির কবিতায় (পদ্মাবৎ)৷ ১৩০৩ খ্রীষ্টাব্দে তুর্কি সুলতান আলাউদ্দিন খিলজি দীর্ঘ যুদ্ধের পর চিত্তোর দখল করেন৷ আর এ কবিতা লেখা হয় তারও ২০০ বছর পর(১৫৪০)৷ পরবর্তীকালে এ কবিতায় কথিত কাহিনিকেই আপন করে নেয় চিত্তোরের মানুষ৷ কী সেই কাহিনি? রানা রতন সিংয়ের স্ত্রী ছিলেন সুন্দরী পদ্মাবতী৷ রানার দরবার থেকে বহিষ্কৃত এক রাজকর্মচারীই সুলতানের কানে রানির সৌন্দর্যের গুণকীর্তন করেন৷ শুনেই মুগ্ধ হন আলাউদ্দিন৷ কোনওভাবে একবার রানিকে দেখেও ফেলেন তিনি৷ আর তারপরই চিত্তোর আক্রমণ৷ আলাউদ্দিন পাকড়াও করে রানা রতন সিংকে৷ পদ্মাবতীর কাছে শর্ত পাঠানো হয়, যদি তিনি সুলতানের সঙ্গে আসেন, তাহলে ছেড়ে দেওযা হবে রানাকে৷ পরিবর্তে রানি ৭০০ সেনা পাঠায় সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে৷ কিন্তু শেষমেশ পরাজিত হতে হয় রানাকে৷ সুলতানের হাতে তাঁর মৃত্যুও হয়৷ জহরব্রত পালন করেন রানি পদ্মাবতী৷

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

এই হল রানি পদ্মাবতীর কাহিনি৷ রাজপুতদের কাছে তা অত্যন্ত সম্ভ্রম ও গর্বের৷ এই ঐতিহ্য তাই তাঁরা সংরক্ষণ করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম৷ কিন্তু বহু ইতিহাসবিদই রানি পদ্মাবতীর অস্তিত্ব নিয়ে সন্দিগ্ধ৷ কেননা রাজপুত বা সুলতান সাম্রাজ্যের ঐতিহাসিক দস্তাবেজে রানি পদ্মাবতীর কোনও উল্লেখ পাওয়া যায় না৷ এছাড়া জয়সির কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে৷ ফলত বদলে বদলে গিয়েছে কাহিনি৷ শেষমেশ যা পাওয়া গিয়েছে তা আদৌ ঐতিহাসিক কিনা তা নিয়ে সন্দেহ আছে৷ ইতিহাসবিদরা এর আগেও জানিয়েছেন, জয়সির কবিতা পুরোটাই প্রতীকী৷ ফলে আদৌ রানি পদ্মাবতী নামে কেউ ছিলেন কিনা, তা নিয়ে খানিকটা সন্দেহ থেকেই যাচ্ছে৷

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

The post যাঁকে নিয়ে বিতর্ক সেই রানি পদ্মাবতী সত্যিই কি ছিলেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement