সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে ‘রাখে হরি মারে কে’! পাঁচতলার প্যাসেজ থেকেও পড়েও অক্ষত একরত্তি। ঘটনার সময় নিচের তলার বাসিন্দা যুবক ঘরের বাইরে বসেছিলেন। ৪ বছরের শিশুকন্যা সটান যুবকের হাতের উপরে এসে পড়ে। অল্প চোট পেলেও এই কারণেই প্রাণে বেঁচে যায় সে। সম্প্রতি মুম্বইয়ে (Mumbai) ঘটেছে এই অবিশ্বাস্য কাণ্ড। ঘটনার কথা জেনে চমকেছে নেটদুনিয়া।
ভিরার এলাকার ওই অ্যাপার্টমেন্টের নাম জীবদানি দর্শন। গত কিছুদিন হল ভবনটির মেরামত চলছে। গোটা ভবন জুড়েই নির্মাণ সরাঞ্জম ছড়িয়ে ছিটিয়ে। মেরামতির জন্যই পাঁচতলার প্যাসেজের রেলিং খুলে ফেলা হয়েছিল। সেখানে অস্থায়ীভাবে প্লাস্টিক লাগানো হয়েছিল। দুর্ঘটনা ঘটে রাত ৯টা নাগাদ। ৪ বছরের দেবাষী সাহানি মা-বাবার চোখের আড়ালে পাঁচতলার প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিল। আচমকাই পা পিছলে পড়ে যায় সে। সটান নিচে এসে পড়ে। কোনওভাবেই বাঁচার কথা ছিল না তার। কিন্তু ভাগ্যক্রমে ওই সময় নিচের তলায় নিজের ঘরের বাইরে বসেছিলেন বছর আঠাশের শিবকুমার জয়সওয়াল। সরাসরি তাঁর হাতের উপরে এসে পড়ে দেবাষী।
[আরও পড়ুন: স্কুলেই আছেন তো? বলে দেবে লাইভ লোকেশন, ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের জন্য নয়া ব্যবস্থা]
আচমকা হাতের উপরে এসে পড়ায় তক্ষুণি শিশুটিকে ধরতে পারেননি শিবকুমার। হাতে পড়েই নিচে পড়ে যায় সে। অনেক উঁচু থেকে পড়ায় কপালে চোট পায় শিশুটি। দ্রুত খবর দেওয়া ফোর্থ ফ্লোরে শিশুর পরিবারকে। হাসপাতালে নিয়ে যাওয়া দেবাষীকে। তার কপালে আটটি সেলাই পড়েছে। যদিও শরীরের অন্য কোথাও চোট পায়নি শিশুটি। প্রাণে বেঁচে গিয়েছে। অল্প আহত হয়েছেন যুবকও। এদিকে মেরামতের কাজে গাফিলতির অভিযোগে স্থানীয় কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।