সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে সেদেশের সেনেটের সদস্য আনওয়ার-উল-হক কাকরকে। তাঁকে অভিনন্দন জানাল ইসলামাবাদের ‘বন্ধু’ চিন। সেই সঙ্গে বেজিংয়ের আশ্বাস, পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব এতই মজবুত, যে তা কখনওই ভাঙবে না। এহেন মন্তব্য থেকে ফের পরিষ্কার হয়ে গেল দুই দেশের মধ্যে যে সম্পর্ক তা কতটা অন্তরঙ্গ।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ”পাকিস্তানের সঙ্গে আমাদের সব মরশুমের কৌশলি অংশিদারিরে আরও এগিয়ে নিয়ে যেতে চিন (China) প্রস্তুত। এমনকী দুই দেশের নাগরিকদের আরও সুবিধা দিতে অদূর ভবিষ্যতে চিন-পাকিস্তানের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলা যেতে পারে।” সেই সঙ্গেই ওয়াং জানাচ্ছেন, ”পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত মিস্টার কাকরকে অভিনন্দন। পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি কিংবা অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক, চিন ও পাকিস্তানের লৌহ-মজবুত বন্ধুত্ব একই রকম অভঙ্গুর ও পাথর-কঠিনই থাকবে।”
[আরও পড়ুন: ‘নারীদের হাত ধরেই দেশের উন্নতি হবে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির, পতাকা উত্তোলন মমতার]
প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। আপাতত কাকরের হাতে রয়েছে পাকিস্তানের দায়িত্ব। এই পরিস্থিতিতেও পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেজিং।